For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ভোটে খেলা হবে আট দফাতেই, হারিয়ে ভূত করে দেওয়ার চ্যালেঞ্জ মমতার

বাংলায় কাকে সুবিধা দিতে আট দফায় ভোট? শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ভোট বাদ্যি বাজিয়ে দেওয়ার পরই সেই প্রশ্ন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

বাংলায় কাকে সুবিধা দিতে আট দফায় ভোট? শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ভোট বাদ্যি বাজিয়ে দেওয়ার পরই সেই প্রশ্ন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচন কমিশনের দিকে স্পষ্ট আঙুল তুলে জানান, খেলা হবে আট দফায়। এই খেলায় হারিয়ে ভূত করে দেব প্রতিপক্ষকে।

মোদী-শাহ কি ঠিক করে দিয়েছেন?

মোদী-শাহ কি ঠিক করে দিয়েছেন?

মমতা এদিন প্রশ্ন তোলেন, এক জেলায় কেন একাধিক দফায় ভোট করা সিদ্ধান্ত নেওয়া হল? মোদী-শাহ কি ঠিক করে দিয়েছেন এই নির্ঘণ্ট? তিনি বলেন, যে জেলায় তৃণমূলের জোর বেশি সেখানে জেলাকে ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ এক জেলায় ভোট করা হচ্ছে একাধিক দফায় ভেঙে।

হারিয়ে ভূত করে ছাড়ব ৮ দফায়

হারিয়ে ভূত করে ছাড়ব ৮ দফায়

মমতা এ প্রসঙ্গে বলেন, তামিলনাড়ু, কেরল, অসমে ৬ এপ্রিলের মধ্যে ভোট করিয়ে তারপর বাংলায় ২৩ দিন ধরে খেলার আয়োজন করা হয়েছে। যেভাবেই ভোট করুন না কেন, আমরাই জিতব। খেলা হোক ৮ দফায়, হারিয়ে ভূত করে ছাড়ব। আমি স্ট্রিট ফাইটার, আমিই জিতব। এভাবে আমাকে আটকানো যাবে না।

এত ভয় আমাকে? কেন বললেন মমতা

এত ভয় আমাকে? কেন বললেন মমতা

মমতা বলেন, দয়া করে বিজেপির চোখ দিয়ে বাংলাকে দেখবেন না। বিজেপির পার্টি অফিসে যে লিস্ট ছিল, সেটাই আজ দেখতে পেলাম। বাংলায় প্রচুর পয়সা আসছে। পয়সার অপচয় করবেন না, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। তাঁর কথায়, দেশে একটাই মহিলা মুখ্যমন্ত্রী আমি আছি, এত ভয় আমাকে?

বাংলায় ভোট হচ্ছে আট দফায়

বাংলায় ভোট হচ্ছে আট দফায়

উল্লেখ্য, নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নিয়েছে বাংলায় এবার আট দফায় ভোট করার। ২০১১ সালে পরিবর্তনের লড়াই হয়েছিল ছ-দফায়। তারপর ২০১৬ সাত দফায় ভোট হয়েছে। আর এবার অর্থাৎ ২০২১-এর বিধানসভায় আট দফায় ভোট হতে চলেছে। বাংলায় নির্বাচনে এটা সর্বকালীন রেকর্ড। স্বভাবতই প্রশ্ন উঠেছে, কেন এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অসমে তামিলনাড়ু ও কেরলে এক দফায় ভোট হলেও বাংলায় ভোট হচ্ছে আট দফায়।

English summary
Mamata Banerjee throws challenge to win in West Bengal Assembly Election 2021 despite of eight phases election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X