For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা এবার ‘ই-রত্ন’! ‘বেস্ট বেঙ্গলে’র পর ‘ই-গভর্ন্যান্সে’ সেরা রাজ্য পশ্চিমবঙ্গ

রাজ্যে ই-গভর্ন্যান্সকে সফলভাবে রূপায়ণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্বীকৃতি স্বরূপ ই-রত্ন সম্মান পেতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আবারও জুড়তে চলেছে নতুন একটি পালক। রাজ্যে ই-গভর্ন্যান্সকে সফলভাবে রূপায়ণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্বীকৃতি স্বরূপ ই-রত্ন সম্মান পেতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শনিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে সিএসআই-এর বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে এই খেতাব তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

মমতা এবার ‘ই-রত্ন’! ‘বেস্ট বেঙ্গলে’র পর ‘ই-গভর্ন্যান্সে’ সেরা রাজ্য পশ্চিমবঙ্গ

[আরও পড়ুন:রাহুলকে এক কাপ চা দিতে 'নারাজ' দোকানদাররা, নির্বাচনী প্রচারে গিয়ে তাজ্জব কর্মীরা][আরও পড়ুন:রাহুলকে এক কাপ চা দিতে 'নারাজ' দোকানদাররা, নির্বাচনী প্রচারে গিয়ে তাজ্জব কর্মীরা]

কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া বা সিএসআই, যা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিশেষভাবে স্বীকৃত। এই সিএসআই-ই মমতা বন্দ্যোপাধ্যায়কে ই-রত্ম সম্মান দেবে। একইসঙ্গে ২০১৭ সালে দেশের সেরা ই-গভর্ন্যান্স রাজ্য হিসেবে বাংলাকে সেরার পুরষ্কারও তুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে সিএসআই কর্তা লিখেছেন- 'আমাদের এক্সিকিউটিভ কমিটি ই-রত্ন সম্মানে ভুষিত করার জন্য আপনার নাম বেছে নিয়েছে। আপনাকে এই সম্মান দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। আপনার সুযোগ্য নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে। আপনি সফলভাবে ডিজিটাল সমৃদ্ধ করে তুলেছেন রাজ্যকে। তাই এই সম্মান আপনারই প্রাপ্য।'

সিএসআই-এর বিচারে ২০১৭ সালে সরকারি পরিষেবা প্রদানে প্রযুক্তি ব্যবহারের নিরিখে দেশের প্রথম স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে নির্ধারিত কর্মসূচি থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের তরফে অর্থমন্ত্রী অমিত মিত্র খেতাব ও পুরস্কার গ্রহণ করবেন। উল্লেখ্য, ২০১৪-১৫ অর্ষবর্ষেও ই-গভর্ন্যান্সে পরিষেবা প্রদানে বিশেষ সাফল্যের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পুরষ্কৃত হয়েছিল রাজ্য।

[আরও পড়ুন:তৃণমূল ভাঙছে, গড়ছে কি বিজেপি! পঞ্চায়েত ভোটের আগে মুকুলের থাবাতেও প্রশ্ন][আরও পড়ুন:তৃণমূল ভাঙছে, গড়ছে কি বিজেপি! পঞ্চায়েত ভোটের আগে মুকুলের থাবাতেও প্রশ্ন]

এর আগে মুখ্যমন্ত্রী হিসেবেও দেশ সেরা মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও দেশ সেরা শিল্পপতি মুকেশ আম্বানির কাছে ওয়েস্টবেঙ্গল 'বেস্ট বেঙ্গলে'র তকমা পেয়েছে। সেইসঙ্গে বিপুল লগ্নির প্রস্তাবও নতুন করে আশা দেখাতে শুরু করেছে বাংলার শিল্প উন্নয়নে। 'বেস্ট বাংলা'র পর মুখ্যমন্ত্রীর এই 'ই-রত্ন' সম্মান রাজ্যের মুকুটেও বড় পালক যুক্ত হল।

[আরও পড়ুন:প্রেসিডেন্সিতে বিক্ষোভের মুখে রাজ্যপাল, ছাত্র-আন্দোলনের কঠোর সমালোচনায় শিক্ষামন্ত্রী][আরও পড়ুন:প্রেসিডেন্সিতে বিক্ষোভের মুখে রাজ্যপাল, ছাত্র-আন্দোলনের কঠোর সমালোচনায় শিক্ষামন্ত্রী]

English summary
Mamata Banerjee the best in e-governance gets e-ratna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X