For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এবার টিট ফর ট্যাট হবে', বেসরকারি করণের প্রতিবাদে পথে নামবে তৃণমূল ছাত্রপরিষদ, কর্মসূচি ঘোষণা মমতার

'এবার টিট ফর ট্যাট হবে', বেসরকারি করণের প্রতিবাদে পথে নামবে তৃণমূল ছাত্রপরিষদ, কর্মসূচি ঘোষণা মমতার

Google Oneindia Bengali News

দেশের মাটিকে বিক্রি করে দিচ্ছে। রাস্তায় নামুক ছাত্র পরিষদের সদস্যরা। প্ল্যাকার্ড নিয়ে স্টেশনে স্টেশনে প্রতিবাদ জানাতে হবে। কোল ইন্ডিয়ার গেটে প্ল্যাকার্ড দিয়ে প্রতিবাদ করতে হবে। মোদী সরকারের বেসরকারিকরণের প্রতিবাদে ছাত্রপরিষদের কর্মসূচি বেঁধে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ছাত্র সংগঠনের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাদিবসে মোদী সরকারের বেসরকারি করণের প্রতিবাদে সরব হয়েছেন মমতা। স্টেশনে প্ল্যাকার্ড লিখতে হবে রেল বিক্রির জায়গা নয়।

 দেশের মাটি কখনও বিক্রি হয় নাকি?

দেশের মাটি কখনও বিক্রি হয় নাকি?

মোদী সরকার একের পর এক জিনিস বিক্রি করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ফের কেন্দ্রের বেসরকারিকরন নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন মোদী সরকার আসার পরেই দেশের সম্পদ বিপন্ন হতে বসেছে। রেল, কোল থেকে শুরু করে এলআইসি সব বিক্রি করে দিচ্ছে মোদী সরকার। সাধারণ মানুষের নির্ভরশীলতা যাতে বেশি সেই সব ক্ষেত্র গুলি বেেছ বেছে বিক্রি করা হচ্ছে। পারলে দেশের মাটিটাও বিক্রি করে দেয় ওরা। দেশের মাটি কখনও বিক্রি হয় নাকি? মোদী সরকারকে নিশানা করে বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য করোনা পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত প্রকল্প শুরু করেছিল মোদী সরকার। তাতে রেল, কোল, এলআইসি সহ একাধিক ক্ষেত্রের বেসরকারি করণের কথা ঘোষণা করা হয়েছে।

ছাত্রপরিষদের সদস্যদে পথে নামতে বললেন মমতা

ছাত্রপরিষদের সদস্যদে পথে নামতে বললেন মমতা

মোদী সরকারের বেসরকারিকরণের প্রতিবাদে সরব হয়ে ছাত্রদের রাস্তায় নামার পরামর্শ দিয়েছেন মমতা। দলের ছাত্রপরিষদের সদস্যদের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে বেরোতে বলেছেন তিনি। স্টেশনে স্টেশনে গিয়ে প্ল্যাকার্ড লিখে মোদী সরকারের বেসরকারি করণের প্রতিবাদে সরব হতে বলেছেন তিনি। কোল ইন্ডিয়ার গেটে গিয়ে প্ল্যাকার্ড হাতে বেসরকারিকরণের প্রতিবাদে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। প্ল্যাকার্ডে লিখুন রেল বিজেপির জায়গা নয়। রাজ্যের রাজনীতিতে আরও বেশি করে ছাত্রযুবদের এগিয়ে আসতে বলেছেন তিনি। ছাত্র রাজনীতি থেকেই তাঁর পথ চলা শুরু। তাই ছাত্রছাত্রীরা যত বেশি রাজনীতিতে এগিয়ে আসবে ততবেশি রাজ্যের এবং দেশের উন্নয়ন হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রীর।

সিএমওতে ইন্টার্ন নিয়োগ

সিএমওতে ইন্টার্ন নিয়োগ

ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি রাজ্যের উন্নয়নেও অংশিদার হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা। টিএমসিপির মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী ঘোষণা করেছেন প্রতিবছর সিএমওতে ৫০০করে ছাত্রছাত্রীকে নেওয়া হবে তাঁরা রাজ্যের উন্নয়নের কাজ দেখবে। শীঘ্রই এই সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যত। তাই দেশ গড়ায় এবং রাজ্য গড়ায় ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্রছাত্রীদের উন্নয়নে বাংলা সবচেয়ে বেশি কাজ করেছে বলে দাবি করেছেন মমতা। শিক্ষাক্ষেত্রে ১০ গুণের বেশি বরাদ্দ বাড়ানো হয়েছে। আরও ২০ লক্ষ সাইকেল বিলি হবে নবম শ্রেণির পড়ুয়াদের জন্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ শোধ করা যাবে ৪০ বছরেও। এ বছর ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব-স্মার্টফোন বিলি করা হবে বলে জানিয়েছেন তিনি। স্কুলে স্কুলে বিনা মূল্য স্কুল ব্যাগ,জামা, জুতো,খাবার দেওয়া হয়। অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের বইও বিনামূ্ল্যে দেওয়া হয় বলে জানিয়েছেন মমতা। আর কোনও রাজ্যে এত সুবিধা পান না ছাত্রছাত্রীরা।

 কেন্দ্রকে নিশানা মমতার

কেন্দ্রকে নিশানা মমতার

রাজ্যের নির্বাচনে বিজেপি সবরকম শক্তি প্রয়োগ করেছে। প্রতিহিংসা পরায়ণ রাজনীতিকরে বিজেপি অভিযোগ করেছেন মমতা। প্রতিবাদ করলেই এজেন্সি দেখানো হচ্ছে।রাজনীতিতে এঁটে উঠতে না পেরে ইডি-সিবিআই লেলিয়ে দেয় বিজেপি। এই ধরনের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আগে কখনও হয়নি বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত উল্লেখ্য আজই কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরােক তলব করেছে ইডি। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জেরা করেছে সিবিআই।এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা এবং তাঁর শ্বশুরকেও জেরা করা হয়েছে।

English summary
TMC Foundation Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X