For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে ট্যালেন্ট-হান্ট! নতুন নেতা বাছাইয়ে নয়া কৌশল মমতার

তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন কলকাতার মেয়ো রোডের সভা থেকে দলের জন্য একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন কলকাতার মেয়ো রোডের সভা থেকে দলের জন্য একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বেশ কয়েকটি পরিকল্পনার রূপরেখাও ব্য়াখ্যা করেন মমতা। এরমধ্যে অন্যতম ছিল, ছাত্র যুবদের থেকে থেকে তৃমমূলের আগামী প্রজন্মের নেতা বাছাই সম্পর্কে মমতার নির্দেশ।

কিভাবে বাছাই হবে নেতা!

কিভাবে বাছাই হবে নেতা!

মুখ্যমন্ত্রী এদিন বলেন, যেসমস্ত মানুষ কাাজ করতে চান, তেমন পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলে পরবর্তী নেতৃত্ব ঠিক করতে হবে। এজন্য আয়োজিত হবে বিশেষ সমাবেশ। এছাড়াও একটি সবুজ ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম পূরণ করে দলীয় দফতরে পাছাতে হবে। তাতে লিখতে হবে নিজের যোগ্যতা, প্রাপ্তি, ইচ্ছার কথা।

 এরপর কিভাবে চলবে নেতা বাছাই প্রক্রিয়া?

এরপর কিভাবে চলবে নেতা বাছাই প্রক্রিয়া?

এরপর ফর্মটি খতিয়ে দেখবে তৃণমূল নেতৃত্ব। বিচার অনুযায়ী আমন্ত্রণ জানানো হবে বাছাই করা সদস্যদের। আমন্ত্রণ জানানো হবে দলীয় দফতরে। থাকবে বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা। আমন্ত্রিত প্রার্থীদের সঙ্গে নিজে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নির্ধারিত হবে নেতা, নেত্রী।

কবে আয়োজিত হতে চলেছে গোটা পর্ব?

কবে আয়োজিত হতে চলেছে গোটা পর্ব?

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, আগামী ১৪ ও ১৫ নভেম্বর আয়োজিত হতে চলেছে এই নেতা বাছাই পর্বের বিশেষ সমাবেশ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে এই সমাবেশ। তার আগে ১৪ নভেম্বর রাতে কলকাতায় যাতে আবেদনকাারী প্রার্থীরা এসে পৌঁছন ও থাকতে পারেন তার ব্যবস্থা করা হবে দলের তরফে।

English summary
Mamata Banerjee tells how she will pick new TMC leaders, know details.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X