For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা করোনা-পাঠ দিলেন ডিএম-এসপিদের, খতিয়ে দেখলেন জেলার স্বাস্থ্য পরিকাঠামো

মমতা করোনা-পাঠ দিলেন ডিএম-এসপিদের, খতিয়ে দেখলেন জেলার স্বাস্থ্য পরিকাঠামো

Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় জেলা কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় করোনা হাসপাতাল গড়ে তোলার আগে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বললেন। তাঁদের লড়াইয়ে পাশে থাকার বার্তা দিলেন। আর একইসঙ্গে জেলাশাসক থেকে শুরু করে পুলিস সুপারদের দিলেন করোনা-পাঠ।

 মমতা করোনা-পাঠ দিলেন ডিএম-এসপিদের, খতিয়ে দেখলেন জেলার স্বাস্থ্য পরিকাঠামো

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভিডিও কনফারেন্সে কথা বলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিক, চিকিৎসক-নার্সদের সঙ্গে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সরকারি সক্রিয়তায় যেন কোনও কমতি না হয়। আবার মমতা অসন্তোষও প্রকাশ করেন ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর হাসপাতালের পরিকাঠামো নিয়ে।
এদিন ডিএমদের যেমন সক্রিয় হওয়ার বার্তা দেন, তেমনই পুলিশকে মানবিক হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

পুলিশকর্তাকে সরাসরি ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কড়াকড়ি করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলছে পুলিশ। সাবধান হন। কোনওভাবেই মানুষকে বাধা দেওয়া যাবে না। তাদের বোঝাতে হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, যাঁরা ওষুধ সরবরাহের কাছে বেরোচ্ছেন, তাঁদের কোনওভাবেই বাধা দেওয়া যাবে না।

এদিন করোনা মোকাবিলায় বেসরকারি হাসপাতালকেও সামিল করার বার্তা দেন। ২২ জেলায় ২২টি হাসপাতাল গড়তে বেসরকারি হাসপাতালকেও অধিগ্রহণ করা হবে। অধিগ্রহণ করা হবে হাসপাতালের কর্মীদেরও। আইসোলেশনের প্রস্তুতি ও কোয়ারান্টিন সেন্টার নিয়েও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের মঙ্গলবার সকালের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মমতার নজরকাড়া গ্রাফিক্স ফেসবুক পেজে, করোনা রুখতে প্রাচীরের উপর 'অতন্দ্রপ্রহরী’মমতার নজরকাড়া গ্রাফিক্স ফেসবুক পেজে, করোনা রুখতে প্রাচীরের উপর 'অতন্দ্রপ্রহরী’

English summary
Mamata Banerjee teaches about coronavirus to DM and SP of every district. She messages them to stay ready to fight against corona spread,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X