For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বুলেটের বদলা ব্যালটে' ডাক দিয়ে শীতলকুচি ইস্যুতে মোদী-শাহকে ফের তোপের মুখে রাখলেন মমতা

  • |
Google Oneindia Bengali News

এদিন জলপাইগুড়ির রাজগঞ্জে দলীয় সভায় ফের একবার শীতলকুচি প্রসঙ্গে বক্তব্য রাখেন মমতা। সকালের সুর ধরে কার্যত এদিনও একইভাবে মোদী ও শাহকে তোপ দেগে পারদ চড়ান দিদি। কার্যত হাবেভাবে বুঝিয়ে দেন যে শীতলকুচি নিয়ে তিনি কোনও মতেই হাল ছাড়ছেন না।

শীতলকুচি নিয়ে সরব দিদি

শীতলকুচি নিয়ে সরব দিদি

সামনেই পঞ্চম দফা ভোট পর্ব। তার আগে এদিন উত্তরবঙ্গ থেকে ভোট প্রচারে নেমে মমতা একের পর এক তোপ দাগেন। দিদি বলেন, 'ভোট হল গণতন্ত্রের সবচেয়ে বড় ফেস্টিভাল। সেখানে ভোট বন্ধ করে দেওয়ার কথা হচ্ছে। ভোটের লাইনে গুলি করে দেওয়ার কথা হচ্ছে। চক্রান্ত করা হচ্ছে।'

 'ডেডবডিতে এত ভয়' !

'ডেডবডিতে এত ভয়' !

মমতা বলেন, 'কালকে যে চারজন মারা গিয়েছে অল্প বয়স। আমি যেতে চাইলাম সকালে। আমি শুধু ইলেকশন করতে আসিনা। সারা বছর আসি। আমি ভেবেছিলাম শীতলকুচিতে যাব।... বলল যাওয়া হবে না। ..বলল ডেডবডি দেখা হবে না। ...আমি বললাম ডেডবডিতে এত ভয়। মারতে ভয় নেই? '

ভোটের লাইনে গণতন্ত্রকে হত্যা

ভোটের লাইনে গণতন্ত্রকে হত্যা

মমতা বলেন, 'সবকটাকে তো খুন করেছ। খুন করবার জন্যই খুন করেছ। ইটস ব্রুটাল মার্ডার। এটা গণহত্যা। ভোটের লাইনে গণতন্ত্র হত্যা। একটু যেতাম ,সাহায্য করতাম।' কোথায় আটকাবে আমায়? তৃণমূল সুপ্রিমো বলছেন,'একটা প্রাইমিনিস্টার দেশের... লজ্জা হয়। একটা হোম মিনিস্টার কনসপিরেসি করে। জানে হেরে যাবে, পুরো হেরে গেছে। ৪ ফেসে হেরে গিয়েছে। '

বুলেটের বদলা চাই ব্যালটে

বুলেটের বদলা চাই ব্যালটে

মমতা বলেন, আমরা বুলেটের বদলা চাই ব্যালটে। ব্যালটের খেলা হবে। অমিত শাহের পদত্যাগের দাবিতে আজ মিছিল হবে। শীতলকুচি সম্পর্কে মমতা বলেন, ' কোনও গণ্ডোগোল হয়নি , গুলি চালিয়ে আবার বলছে ক্লিনচিট।' প্রসঙ্গত, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আজ দুপুর ২ টো থেকে শুরু হবে শীতলকুচির ঘটনার প্রসঙ্গে কালা দিবস পালিত হবে। সেই বিষয়ে এদিন মমতা সাফ জানান যে আজকে নির্বাচন কমিশন তাঁকে শীতলকুচিতে প্রবেশ না করতে দিলেও, তিনি ৩ দিন বাদে ফের শীতলকুতি যাবেন। আর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত দর্শককে বলেন , তাঁকে শীতলকুচিতে প্রবেশ করতে না দিলেও, তিনি সেখানে এদিন ভার্চুয়াল পদ্ধতিতে প্রবেশ করেছেন।

English summary
Mamata Banerjee Targets BJP on on Shitalkuchi Incident from Jalpaiguri TMC rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X