For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় দফা ভোটের আগে পুরশুরা থেকে হাইভোল্টেজ স্ট্র্যাটেজি সেট করলেন মমতা

তৃতীয় দফা ভোটের আগে পুরশুরা থেকে হাইভোল্টেজ স্ট্র্যাটেজি সেট করলেন মমতা

Google Oneindia Bengali News

সামনেই আবার ৬ এপ্রিল হাইভোল্টেজ নির্বাচন। তৃতীয় দফার ভোট পারদ বাংলার বুকে চড়তেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় পর পর সভায় তাবড় বক্তব্য রাখেন। এদিন হুগলিতে পুরশুরার সভা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশে বেশ কিছু টিপস দিয়ে যান দিদি।

গুজরাত কখনও বাংলা শাসন করবে না

গুজরাত কখনও বাংলা শাসন করবে না

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ মেজাজে বিজেপিকে টার্গেটে নেন। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের প্রসঙ্গ তুলে মমতা বলেন সেখানে কীভাবে নৈরাজ্য চলছে। সেই সূত্র ধরেই গুজরাতের প্রসঙ্গ তোলেন দিদি। সাফ ভাষায় জানান গুজরাত কখনও বাংলা শাসন করবে না।

পুলিশ অফিসারদের বদলি প্রসঙ্গ

পুলিশ অফিসারদের বদলি প্রসঙ্গ

মমতা এদিন রাজ্যের ৩ পুলিশ অফিসারের বদলি সম্পর্কেও বক্তব্য রাখেন। তিনি বলেন, 'গুজরাতের কে মোদী আছে, গুজরাতের সিং আছে তাদের দেখে পুলিশে দায়িত্ব দিচ্ছে।' উল্লেখ্য, হুগলির চন্দননগরের কমিশনারেটের ডেপুটি কমশনার তথাগত বসুকে অপসারণ করে সেখানে নিয়োগ করা হয়েছে অভিষেক মোদীকে।

স্ট্র্যাটেজি সেট করলেন দিদি

স্ট্র্যাটেজি সেট করলেন দিদি

এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিযোগ তোলেন যে , নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বিভিন্ন জায়গায় পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে । মমতা এই প্রসঙ্গে মঞ্চ থেকে নির্দেশ দেন, ' দিলীপ একজায়গা থেকে মনিটরিং করবে। ছেলে তৈরি করো। পুলিশের ড্রেস পরে বিজেপি লোক পাঠাচ্ছে।' মমতা এদিন কর্মীদের সাফ বার্তায় জানান, সন্দেহজনক ঘটনা দেখলে তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে কেউ যেন পিছপ না হন।

মমতার দাবি

মমতার দাবি

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিনামূল্যে গ্যাস দিতে হবে মোদী সরকারকে। আর তা না হলে যেন গদি ছেড়ে দেয় গেরুয়া শিবির। এছাড়াও এদিন ভোট স্ট্র্যাটেজি নিয়ে মমতার দাবি, রাতে যেন টহল পর্ব চলে তৃণমূল কর্মীদের। ভোটের আগে যেন মহিলারাও সজাগ থাকেন তার বার্তা দেন মমতা। মমতার দাবি 'গদ্দাররা পুলিশের পোশাক কিনে দিয়ে হুমকি দিচ্ছে। '

বাংলার মানুষ মমতার সঙ্গে নেই, কাটমানির সরকারকে উৎখাতের ডাক দিলীপেরবাংলার মানুষ মমতার সঙ্গে নেই, কাটমানির সরকারকে উৎখাতের ডাক দিলীপের

English summary
Mamata Banerjee targets BJP in her purshura Rally before West Bengal 3 rd phase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X