For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় দালাল সিপিএম-কংগ্রেস, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বিজেপি, জিয়াগঞ্জে বিস্ফোরক মমতা

রমজানের (ramadan) মধ্যেই রয়েছে রামনবমী (ramnavami)। বিজেপি (bjp) হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছে। এদিন জিয়াগঞ্জের (jiagang)সভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা ব

  • |
Google Oneindia Bengali News

রমজানের (ramadan) মধ্যেই রয়েছে রামনবমী (ramnavami)। বিজেপি (bjp) হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর পরিকল্পনা করছে। এদিন জিয়াগঞ্জের (jiagang)সভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। মাথা ঠান্ডা করে ভোট করাতে দলের নেতা-কর্মীদের উপদেশ দিয়েছেন তিনি।

বিজেপির বড় দালাল সিপিএম-কংগ্রেস

বিজেপির বড় দালাল সিপিএম-কংগ্রেস

এদিন জিয়াগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিজেপির সব থেকে বড় দালাল হল সিপিএম এবং কংগ্রেস। ফের একবার সিপিএম-কংগ্রেস-বিজেপিকে জগাই-মাধাই-গদাই বলে আক্রমণ করেন। তিনি বলেন, সিপিএম-এর লোকজনই বিজেপিতে গিয়েছে। তৃণমূলের হাত ধরেই রাজ্যে বিজেপির বাড়-বাড়ন্ত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কখনও বিজেপির দালালি করে না।

ভোট ভাগ না করতে আহ্বান

ভোট ভাগ না করতে আহ্বান

তৃণমূল অন্যসব জেলায় দাঁত ফোটাতে পারলেও, মুর্শিদাবাদে তা পারেনি। যদিও লোকসভায় মুর্শিদাবাদে ভাল করে তৃণমূল। কিন্তুর পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। ২০১৯-এ মুর্শিদাবাদের দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারী এখন বিজেপির অন্যতম কাণ্ডারি। এদিন মমতার বন্দ্যোপাধ্যায় ২০১৯-এ জেলায় তৃণমূলের ফলের কথা উল্লেখ করে বিধানসভাতেও তাঁকে সমর্থনের জন্য বলেন। তিনি বলেন, ভোট ভাগাভাগি না করে তৃণমূলকে ভোট দিন। একমাত্র তৃণমূলই পারে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে, দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দাঙ্গা লাগানোর পরিকল্পনা বিজেপির

দাঙ্গা লাগানোর পরিকল্পনা বিজেপির

মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে বলেন, রমজানের মধ্যে বুধবার রামনবমী। একইসঙ্গে তিনি রামনবমী এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, হিন্দু-মুসলমান দাঙ্গা লাগানোর পরিকল্পনা করেছে বিজেপি। বাংলা যাতে দাঙ্গা বাজদের হাতে না পড়ে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনও প্ররোচনায় পা দেবেন না, অন্যকেও পা দিতে দেবেন না। তিনি বলেন, বিজেপির প্ল্যান আছে, কিন্তু তাতে যেন কেউ মদত না দেয়। বিজেপির প্ল্যান ভেস্তে দিতেও আহ্বান করেছেন তিনি। মাথা ঠান্ডা করে ভোট করানোর কথাও বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনা হল রাজনৈতিক যুদ্ধ।

তৃণমূলকে নিশানা বিজেপি

তৃণমূলকে নিশানা বিজেপি

এদিকে প্রকাশ্য সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণের পরেই প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। শমীক ভট্টাচার্য বলেছেন, দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রকাশ্য সভা থেকে এই ধরনের কথা বলতে পারেন। অন্যদিকে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, রামনবমী এবং রমজানের মধ্যে যদি কোনও গণ্ডগোল হয়, তাহলে তৃণমূলই দায়ী থাকবে। কেননা তৃণমূল যে হারছে, তা বুঝে গিয়েই তারা মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগও তিনি করেছেন।

কেন্দ্রের নতুন ভ্যাকসিন নীতি অন্তঃসারশূন্য, দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা, মোদীকে দেওয়া চিঠিতে বিস্ফোরক মমতাকেন্দ্রের নতুন ভ্যাকসিন নীতি অন্তঃসারশূন্য, দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা, মোদীকে দেওয়া চিঠিতে বিস্ফোরক মমতা

English summary
Mamata Banerjee targets BJP from her Jiagang meeting on Ramadan and Ram navami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X