'আগুন নিয়ে খেলবেন না', BSF-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে শাহকে বার্তা মমতার
বিএসএফকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্র। এমনই বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সীমান্তে গরু পাচার, অনুপ্রবেশ রোখা বিএসএফের দায়িত্বা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলবেন না।


বিএসএফ নিয়ে শাহকে হুঁশিয়ারি মমতার
রাজ্যে ২ দিনের সফরে এসে প্রথমেই বিএসএফের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি অনুপ্রবেশ এবং গরু পাচারের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। তার পাল্টা জবাবে রীতিমত হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর নিজের দায়িত্ব পালন করুন গরু পাচার অনুপ্রবেশ রোখা আপনাদের দায়িত্ব। বিএসএফকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগেই সীমান্তে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস।

বিএসএফের এক্তিয়ার নিয়ে বিরোধিতা
কয়েকমাস আগেই সীমান্তে বিএসএফের এক্তিয়ার ৩০ কিলোমিটার থেকে বাড়িেয় ৫০ কিলোমিটার করা হয়েেছ। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। একাধিক অবিজেপি রাজ্য এই নিয়ে সংসদে ওয়াক আউট করে। একুশের ভোটের পরেই বিএসএফের গুলিতে গরুপাচারকারীর মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। তারপরেই বিএসএফের এক্তিয়ার বাড়ায় কেন্দ্র। এই নিয়ে বিএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের তুমুল টানা পোড়েন চলছে।

বিজেপিকে নিশানা মমতার
এদিন বিজেপিকে প্রকাশ্যে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ২০২৪-এ বিজেপি হারবে। অমিত শাহের উচিত মুখ লোকানো। তিনি বিজেপিকে তীব্র নিশানা করে বলেছেন, 'অমিত শাহের কাটমানি অভিযোগের উত্তরে
আমি দেব না। তবে একটা কথা ওঁকে জিজ্ঞেস করতে চাই, পেট্রোপণ্য-ওষুধের নাম রোজ বাড়ছে। মানুষের পকেট থেকে টাকা কাটছে সেগুলো কী কাটমানি না ছাঁটমানি। ওকে জিজ্ঞেস করুন কাটমানির সংজ্ঞা কী? ওরা রোজ মিথ্যে কথা বলে । রোজ বার বার একই কথা বলা মিথ্যেচার। ভ্রষ্টাচারের রাজনীতি করে বিজেপি। এক বছর পরে এসে তো অমিত শাহের মুখ লুকোনো উচিত। ভোটের সময় যে ব্যবহার করেছেন তাই নিয়ে তো লজ্জা পাওয়া উচিত।'

পঞ্চায়েত ভোটের প্রস্তুতি
এদিন তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতির ইঙ্গিত মিলেছে তৃণমূল কংগ্রেস নেত্রীর বক্তব্যে। তিনি বলেছেন ভুল হলে ক্ষমা করে দেবেন। সেই সঙ্গে ১০ মে থেকে রাজ্যে উন্নয়নের কর্মসূচি শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। ১০ মে থেকে জেলা সফর শুরু করবেন তিনি। সেই জেলা সফরে একদিকে যেমন রয়েছে প্রশাসনিক বৈঠক করে কাজের খতিয়ান নেওয়া ঠিক সেরকমই বুথ এবং পঞ্চায়েত স্তরের কর্মীদের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে ঘোষণা করেছেন। ১০ তারিখ পশ্চিম মেদিনীরপুের যাবে তিনি। ১২ তারিখ যাবেন ঝাড়গ্রামে।
নাগরিকদের অপমান মেনে নেব না, CAA লাগু নিয়ে অমিত শাহকে পাল্টা হুঁশিয়ারি মমতার