For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে, কমিশন বিজেপির মুখপাত্র হয়ে গিয়েছে, ফের নন্দীগ্রাম নিয়ে সরব মমতা

মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে, কমিশন বিজেপির মুখপাত্র হয়ে গিয়েছে, ফের নন্দীগ্রাম নিয়ে সরব মমতা

Google Oneindia Bengali News

ভোটের আগেই জারি ১৪৪ ধারা। হেলিকপ্টারে চলছে নজরদারি। নির্বাচন কমিশনের তৎপরতা নিয়ে কটাক্ষের সুর শোনা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যেন রাষ্ট্রপতি শাসনে ভোট হচ্ছে বঙ্গে। কড়াকড়ির নামে অতিরিক্ত শুরু করেছে নির্বাচন কমিশন। বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছেন তাঁরা এমনও অভিযোগ করেছেন মমতা।

বিজেপির হয়ে কাজের অভিযোগ

বিজেপির হয়ে কাজের অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছে। বাইরে থেকে গুণ্ডারা এসে নন্দীগ্রামে হুমকি দিচ্ছে ভোটারদের। কমিশনে জানিয়েও কোনও লাভ হয়নি। আগে স্থানীয় বুথের ভোটার হতে হবে এম নিয়ম ছিল। কিন্তু বিজেপির আবেদনে সেই নিয়ম তুলে দেওয়া হয়েছে। বারবার তৃণমূল কংগ্রেস অভিযোগ জানিয়েও কাজ করছে না কমিশন। বিজেপির মুখপাত্রের মতো কাজ করছে তারা এমন অভিযোগ করেছেন তিনি।

নিরাপত্তা নিয়ে কটাক্ষ

নিরাপত্তা নিয়ে কটাক্ষ

নন্দীগ্রামে ভোটের আগে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। তিনি অভিযোগ করেছেন রাষ্ট্রপতি শাসনে যেন ভোট হচ্ছে। হেলিকপ্টারে নজরদারি চলছে নন্দীগ্রামে। ২ জনের বেশি বাইকে দেখলেই গ্রেফতার করা হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। বাজারে জমায়েত করা যাবে না। ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হবে সন্ধে ৬টার পর।

মমতার অভিযোগ

মমতার অভিযোগ

নন্দীগ্রামে বাইরে থেকে লোক ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন নন্দীগ্রামের ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এই নিয়ে কমিশনে নালিশও জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও নন্দীগ্রামের ভোটারদের তাতে প্রভাবিত করা যাবে না বলে দাবি করেছেন মমতা। তবে এই নিয়ে বিজেপিকে নিশানা করতে ছাড়েন নি মমতা।

হটস্পট নন্দীগ্রাম

হটস্পট নন্দীগ্রাম

একুশের ভোটে হটস্পট নন্দীগ্রাম। একদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী। দুই যুযুধানের লড়াইয়ের দিকেই তাকিয়ে রয়েছে নন্দীগ্রাম। ১ এপ্রিলের হাই ভোল্টেজ ভোটের দিকে তাকিয়ে আছে দুই শিবির।

রণক্ষেত্র বারাকপুরে আক্রান্ত রাজ-শুভ্রাংশু, গুলি চালানো নিয়ে রিপোর্ট তলব কমিশনেররণক্ষেত্র বারাকপুরে আক্রান্ত রাজ-শুভ্রাংশু, গুলি চালানো নিয়ে রিপোর্ট তলব কমিশনের

English summary
Mamata Banerjee targer Election commission allege they help BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X