For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পার্কে গিয়েছিলাম, তিনটে সাপ ফণা তুলে দাঁড়িয়েছিল', বিষধর প্রাণিটিকে নিয়ে মমতা শোনালেন অজানা কথা

এদিন ডক্টর্স ডে তে এসএসকেএম হাসপাতালে ট্রমা সেন্টার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদধ্যায়।

Google Oneindia Bengali News

এদিন ডক্টর্স ডে তে এসএসকেএম হাসপাতালে ট্রমা সেন্টার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদধ্যায়। এদিনের অনুষ্ঠানে একাধিক বিষয় বক্তব্য রাখার পাশাপাশি, সাপের কামড়ে রোগীর মৃত্যু ঘিরে বক্তব্য রাখতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে সাপের কামড়ের হাত থেকে মানুষকে বাঁচানো যায়, সেই প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী নিজের জীবনের এক কাহিনি তুলে ধরেন।

 'আমার পক্ষেও ডেঞ্জারাস আমি তো হাওয়াই চটি পরি '

'আমার পক্ষেও ডেঞ্জারাস আমি তো হাওয়াই চটি পরি '

এদিন সাপের কামড় রোধে সচেতনতার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাংকে পরামর্শ দেয়াা হয়েছিল যে মাঠে কাজ করা কৃষকদের জন্য বিশেষ জুতো যাতে দেওয়া হয়। তখন মুখ্যমন্ত্রী বলেন, যে সেভাবে সম্ভব নয় বিষয়টিকে রোধ করা। তিনি বলেন,' স্নেকবাইট পায়ে প্রথম কামড়ায়..'। এরপর মুখ্যমন্ত্রী বলেন, ' এটা আমার পক্ষেও ডেঞ্জারাস , আমি তো হাওয়াই চটি পরি সারাক্ষণ। '

এলিয়ট পার্ক ও সাপের ফণা!

এলিয়ট পার্ক ও সাপের ফণা!

মুখ্যমন্ত্রী এদিন সাপের কামড় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ' এখানে একটা এলিয়ট পার্ক আছে পুলিশের.. আগে আমি হাঁটতে যেতাম। ..এখন আমি আর যাই না, গরম আর বর্ষাকালে বিশেষ করে.. কারণ আমি একদিন গিয়ে দেখেছিলাম, তিনটে সাপ ফণা নিয়ে দাঁড়িয়ে আছে। একটা সাপ তো জল দিয়ে..সাঁতার কেটে উঠছে পুকুর দিয়ে। ... '

'পুলিশ আমায় বলল ঢোরা সাপ'

মুখ্যমন্ত্রী এলিয়ট পার্কের সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশকে জিজ্ঞাসা করেন , 'এখানে সাপ এলো কী করে', এরপর মমতা বলেন, ' পুলিশ আমায় বলল এগুলো ঢোরা সাপ। আমি বললমা মোটেই না! .. দুটো সাপ দেখছি পেরিয়ে যাচ্ছে , দুটো সাপ দেখছি দাঁড়িয়ে ফণা মারছে! ..এমনকি জল কম থাকলে কীভাবে ওঠে, বলে কি ড্রেনেজ দিয়ে ওঠে। '

English summary
Mamata Banerjee talks about Kolkata's Elliot Park and Snake attack .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X