For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪-এ বেগ দেবে তৃণমূল, তাই মিডিয়া-এজেন্সি নিয়ে বিজেপির ষড়যন্ত্র! গর্জে উঠলেন মমতা

২৪-এ বেগ দেবে তৃণমূল, তাই মিডিয়া-এজেন্সি নিয়ে বিজেপির ষড়যন্ত্র! গর্জে উঠলেন মমতা

Google Oneindia Bengali News

তৃণমূলের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি। আগে থেকেই এই অভিযোগ করে আসছেন মমতা। এবার এই একই অভিযোগ নিয়ে প্রকাশ্য মঞ্চে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ২০২৪-এ বেগ দেবে তৃণমূল, তা বুঝেই বিজেপি নানা ষড়যন্ত্র করছে। মিডিয়া ও এজেন্সিকে কাজে লাগিয়ে তাঁরা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।

২৪-এ বেগ দেবে তৃণমূল, তাই মিডিয়া-এজেন্সি নিয়ে বিজেপির ষড়যন্ত্র! গর্জে উঠলেন মমতা

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা শিল্প প্রাঙ্গণের উদ্বোধন মঞ্চ থেকেই বিজেপিকে একহাত নেন। তিনি বলেন, বিজেপি বুঝে গিয়েছে এবার লোকসভা নির্বাচনে তাদের বেগ দিতে পারে একমাত্র তৃণমূল। তাই তাঁরা তৃণমূলের পিছনে লেগেছে। এখন থেকেই নানা ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্র করে তৃণমূলকে দমিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে।

মমতা এদিন বিজেপিকে সাফ জবাব দিয়ে দিয়েছেন। তিনি বলেন, এই ষড়যন্ত্রের জাল কাটতে এগিয়ে আসবেন বাংলার লক্ষ্মীরা। বাংলার মহিলারা বিজেপিকে জবাব দিয়ে দেবেন সময় হলেই। বাংলায় বিজেপির জনভিত্তি নেই। পায়ের তলায় মাটি হারিয়ে বিজেপি নানা ষড়যন্ত্র চালাচ্ছে মিডিয়া ও নানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে।

এদিন বিজেপির পেটোয়া মিডিয়াকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ঠিক করে দেওয়া খবর মিডিয়াগুলি দেখাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মিডিয়াগুলিকে তিনি পরামর্শ দেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী আবার খবরের চ্যানেলগুলি বয়কট করার বার্তাও দেন এদিন। তিনি বলেন, খবরের চ্যানেল দেখবেন না, সিরিয়াল দেখুন। এদিন মিডিয়ায় বিজ্ঞাপন নিয়েও কড়া বার্তা দেন তিনি।

এদিন শুধু বিজেপি নয়, সিপিএমকেও একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমকে তিনি কংকালকাণ্ডের খোঁটা দেন। কোনও ইস্যু না পেয়ে তাঁরা একটা বাচ্চা মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন বলে জানান। সিপিএমের অভিযোগকে একহাত নিয়ে তিনি বলেন, সরকারি দফতরে এখনও সিপিএমের ঘুঘুর বাসা রয়ে গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি ও সিপিএম-সহ বিরোধী দলকে হুঁশিয়ারি দেন, মানুষ আপনাদের ছুঁড়ে ফেলেছে, রাজ্যে অযথা উত্তাপ ছড়াবেন না। রাজ্যে একটা-আধটা ছোটোখাটো ঘটনা ঘটেছে, তা নিয়ে রাজনীতি করবেন না। ঘটনা ঘটেছে, আমাদের প্রশাসন চটজলদি ব্যবস্থা নিয়েছে। গ্রেফতার করেছে। তদন্ত চলছে। মনে রাখবেন এটা উত্তরপ্রদেশ নয়। এখানে লাভ জেহাদ হয় না। কী ঘটনা ঘটেছে, তা আগে খতিয়ে দেখা দরকার।

মমতা এদিন বিশ্ববঙ্গ শিল্প প্রাঙ্গণের উদ্বোধন মঞ্চ থেকে বলেন, বাংলা উন্নয়নের পথে এগিয়ে চলেছে। সেই উন্নয়ন পথ ধরে আগামী দিনে বাংলায় আরও বিনিয়োগ হবে। নিজেদের উপর বিশ্বাস রাখুন। নিজেদের নিয়ে গর্ব করুন। পৃথিবীর কাছে নজরকাড়া হয়েছে বাংলা। এখন বড় কাজের জন্য বড় মানসিকতার দরকার, সেই বড় মন তৈরি করুন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাফল্যের খতিয়ান দিয়ে বলেন, ১০০ দিনের কাজে বাংলা এক নম্বরে।
বাংলা এখন সবার থেকে এগিয়ে আছে আরও অনেক ক্ষেত্রে। চর্মশিল্পে রাজ্য এক নম্বরে, সামাজিক প্রকল্পেও এক নম্বরে বাংলা। সামাজিক সুরক্ষাতেও বাংলা এক নম্বরে। মমতা বলেন, আগামী ২-৩ মাসের মধ্যে আরও একটা স্টেডিয়াম। আলিপুরে ইনডোর স্টেডিয়ামের কাজ চলছে।

English summary
Mamata Banerjee takes on BJP and complains conspiracy against Narendra Modi government before 2024
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X