For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঁড়ারে টান পড়েছে, মমতা পাঁচ দফা সিদ্ধান্ত নিলেন করোনা পরিস্থিতি মোকাবিলায়

করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশজুড়ে। কোনওরকম উপার্জন আসা বন্ধ। প্রতি রাজ্যেই প্রভাব পড়েছে এই লকডাউনে। বাংলাতেও তাঁর অন্যথা হয়নি।

Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশজুড়ে। কোনওরকম উপার্জন আসা বন্ধ। প্রতি রাজ্যেই প্রভাব পড়েছে এই লকডাউনে। বাংলাতেও তাঁর অন্যথা হয়নি। টান পড়ে গিয়েছে বাংলার ভাঁড়ারে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত। নিয়োগ থেকে শুরু করে প্রকল্প- সব কিছুই বন্ধের নিদান দিলেন মমতা।

ভাঁড়ারে টান পড়েছে, মমতা পাঁচ দফা সিদ্ধান্ত করোনা মোকাবিলায়

এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মোট পাঁচ দফা সিদ্ধান্ত নিলেন। নতুন নিয়েগ বন্ধ ও নতুন প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মন্ত্রিসভার বৈঠকে আরও তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। মূলত খরচে লাগাম দিতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল, সেগুলি হল- এক, নতুন নিয়োগ বন্ধ করা। দুই, নতুন প্রকল্প এখন গ্রহণ করা হবে না। তিন, গাড়ি-কম্পিউটার-ফার্নিচার কেনা যাবে না। চার, গাড়ি ভাড়া করা যাবে না এবং পাঁচ, জিপিএফ থেকে কেবলমাত্র শিক্ষা, চিকিৎসা ও বিবাহ খাতে টাকা তোলা যাবে।

এর পাশাপাশি আরও সিদ্ধান্ত হয়েছে একটি। তা হল সরকারি কর্মচারীদের বেতন, পেনশন, কন্যাশ্রী-সহ অন্যান্য প্রকল্পের খাতে বরাদ্দ বন্ধ করা হবে না। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, কারও বেতন বন্ধ হবে না। পেনশনও বন্ধ হবে না। বন্ধ হবে না কোনও ভাতাও। সবাইকে সঠিক সময়ে বেতন-পেনশন-ভাতা দেওয়া হবে।

English summary
Mamata Banerjee takes fives importance decision for crisis in corona situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X