For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকাকে পেরেছে, বাংলাকে ম্যানেজ করতে পারবেন না মোদী, চ্যালেঞ্জ নিলেন মমতা

এনআরিসি নিয়ে নরেন্দ্র মোদীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় নাগরিকপঞ্জির বিরোধিতায় এক প্রস্তাব পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় এনআরসি কর

  • |
Google Oneindia Bengali News

এনআরিসি নিয়ে নরেন্দ্র মোদীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় নাগরিকপঞ্জির বিরোধিতায় এক প্রস্তাব পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় এনআরসি করতে দেব না। মোদীর নাম না করে তিনি বলেন, আপনি আমেরিকা-ইজরায়েলকে ম্যানেজ করতে পারেন, বাংলাকে পারবেন না।

আমেরিকাকে পারলেও বাংলাকে ম্যানেজ করতে পারবেন না মোদী, চ্যালেঞ্জ নিলেন মমতা

মমতা এদিন মনমোহন সিংয়ের কথা তুলে ধরে মোদীর উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ছাড়ুন, এবার দেশের উন্নয়নে মন দিন, অর্থনীতিতে মন দিন। আর দেখুন আপনার এনআরসিতে কত ভারতীয় নাগরিকের নাম বাদ পড়েছে। সেইসঙ্গে নদর দিন গণতন্ত্র রক্ষায়। দেশের গণতন্ত্র আজ বিপন্ন।

তিনি বলেন, এতদিন ধরে য়ে এনআরসি হল, তার চূড়ান্ত তালিকা প্রকাশের পর এনআরসি প্রণেতারাই ভ্রু কুঁচকাচ্ছেন। এনআরসির বিরোধিতা করছেন এনআরসির উদ্যোক্তারাই। বিজেপির জোটসঙ্গী জেডিইউ সু্পিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পর্যন্ত এই এনআরসির বিরোধিতা করেছে।

[আরও পড়ুন: উৎসবের মরশুমের শুরুতেই সরকারি কর্মীদের এলটিসি-তে কোপ মমতা সরকারের][আরও পড়ুন: উৎসবের মরশুমের শুরুতেই সরকারি কর্মীদের এলটিসি-তে কোপ মমতা সরকারের]

মমতা বলেন, আমি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে কথা বলেছি। উনিও আমায় জানিয়েছেন বিহারের এনআরসি করতে দেবেন না। আর আমিও বলছি, বাংলাকে আপনি ম্যানেজ করতে পারবেন না। আমার চ্যালেঞ্জ বাংলায় এনআরসির করতে দেব না।

[আরও পড়ুন: মমতার ত্রিফলা আক্রমণে বিদ্ধ মোদী, চন্দ্রযান থেকে এনআরসি - তৃণমূলনেত্রী বিঁধলেন কেন্দ্রকে ][আরও পড়ুন: মমতার ত্রিফলা আক্রমণে বিদ্ধ মোদী, চন্দ্রযান থেকে এনআরসি - তৃণমূলনেত্রী বিঁধলেন কেন্দ্রকে ]

English summary
Mamata Banerjee takes challenge that Modi could not manage Bengal to do NRC. Mamata speaks with Nitish Kumar on NRC issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X