For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলকে ফের হারালেন মমতা! পাঁচের মধ্যে চারটিতে জিতে নিলেন বিরাট অ্যাডভান্টেজ

লোকসভা ভোটের সাময়িক ধাক্কা সামলে বিজেপিকে একের পর এক ধাক্কা দিতে শুরু করল তৃণমূল। আগেই উত্তর ২৪ পরগনার তিন পুরসভায় ক্ষমতা কায়েম করতে সক্ষম হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের সাময়িক ধাক্কা সামলে বিজেপিকে একের পর এক ধাক্কা দিতে শুরু করল তৃণমূল। আগেই উত্তর ২৪ পরগনার তিন পুরসভায় ক্ষমতা কায়েম করতে সক্ষম হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড। এবার আরও এক পুরসভায় ক্ষমতা ধরে রাখল তারা। নৈহাটি নিয়ে বিজেপির যাবতীয় পরিকল্পনা ভেস্তে জয়ী হল তৃণমূল।

৫ পুরসভা হাতছাড়া, পুনর্দখল ৪

৫ পুরসভা হাতছাড়া, পুনর্দখল ৪

মুকুল রায়ের জেলায় মোট পাঁচ পুরসভা হাতছাড়া হয়েছিল তৃণমূলের। লোকসভা ভোটে তৃণমূল-ত্যাগী অর্জুন সিং বিজেপির টিকিটে জেতার পরই একের পর এক পুরসভা হাতছাড়া হতে শুরু করে। মুকুল রায় দিল্লিতে নিয়ে গিয়ে পুরসভার কাউন্সিলরদের যোগদান করান বিজেপিতে।

বিজেপি নাস্তানাবুদ আস্থাভোটে

বিজেপি নাস্তানাবুদ আস্থাভোটে

এর ফলে উত্তর ২৪ পরগনা জেলার পাঁচটি পুরসভায় সংখ্যালঘু হয়ে পড়ে তৃণমূল। বনগাঁ, কাঁচরাপাড়া, গারুলিয়া, নৈহাটি ও ভাটপাড়া পুরসভা হাতছাড়া হয়ে যায় তৃণমূলের। তবে এই পাঁচটির মধ্যে চারটিই ফের পুনর্দখল করে তৃণমূল। বিজেপি নাস্তানাবুদ হয় আস্থাভোটে। মুখ পোড়ে মুকুল রায়ের।

ভাটপাড়া বাদে চার পুরসভাই পুনর্দখল

ভাটপাড়া বাদে চার পুরসভাই পুনর্দখল

একমাত্র ভাটপাড়া পুরসভা বিজেপির দখলে থাকে। বাকি চারটি পুরসভাই পুনর্দখল করেছে তৃণমূল। আগেই বনগাঁ, কাঁচরাপাড়া আর গারুলিয়া পুরসভার ক্ষমতা ধরে রাখতে সমর্থ হয়েছিল মমতা ব্রিগেড। এবার আস্থা ভোটে বিজেপিকে ২৪-০ ব্যবধান হারিয়ে নৈহাটি পুরসভার দখল রাখ তৃণমূল।

নিরুঙ্কুশ জয় পায় তৃণমূল

নিরুঙ্কুশ জয় পায় তৃণমূল

আস্থা ভোটে বুধবারই নির্ধারিত হয় নৈহাটি পুরসভার ভাগ্য। উত্তর ২৪ পরগনার জেলাশাসকের অফিসে আস্থা ভোট বিজেপিকে হারিয়ে নিরুঙ্কুশ জয় পায় তৃণমূল। ২৪-০ ব্যবধানে বিজেপিকে হিরেয় নৈহাটি পুরসভার ক্ষমতা ধরে রাখে তৃণমূল। বিজেপির সাতজন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন এই ভোটাভুটিতে।

English summary
Mamata Banerjee takes advantage to regain four Municipalities in Mukul’s fort. TMC lost power five municipality in Nort 24 Pargana district after LS election, now comebacks in fours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X