For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে জোড়া কাঁটা তুলতে হবে একুশের নন্দীগ্রামে, বুমেরাং হবে না তো নয়া চ্যালেঞ্জ

মমতাকে জোড়া কাঁটা তুলতে হবে একুশের নন্দীগ্রামে, বুমেরাং হবে না তাঁর নয়া চ্যালেঞ্জ

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুভেন্দুর দলত্যাগের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত কি বুমেরাং হবে, নাকি বাংলার ভোট-রাজনীতিতে মাস্টারস্ট্রোক হিসেবেই বিবেচিত হবে তা নিয়ে চর্চা চলছে। তবে মমতার লড়াই যে খুব সহজ হবে না, তা স্পষ্ট হচ্ছে বাম-জোটের পদক্ষেপে।

মমতার বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী দেবে আইএসএফ

মমতার বিরুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী দেবে আইএসএফ

বাম-জোট এবার সিদ্ধান্ত নিয়েছে পিরজাদা আব্বাস সিদ্দিকিকে এই আসনটি ছেড়ে দিতে। সেইমতো আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এবার প্রার্থী দেবে নন্দীগ্রামে। ৫২ সালের পর এই প্রথম সিপিআই নন্দীগ্রামে কোনও প্রার্থী দেবে না। বাম-জোটের এই মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

জোড়া ফলাকে সামলে সাফল্য আনতে হবে মমতাকে

জোড়া ফলাকে সামলে সাফল্য আনতে হবে মমতাকে

একদিকে শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ, আবার অন্যদিকে আব্বাসর সিদ্দিকির চ্যালেঞ্জ তাঁকে সামলাতে হবে। জোড়া ফলাকে সামলে মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য আনতে পারবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে বহু আলোচনা চলছে। রাজ্যে এখন নন্দীগ্রাম আসনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মমতার ঘোষণার পর।

শুভেন্দু কটাক্ষ মমতা নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে

শুভেন্দু কটাক্ষ মমতা নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে

মমতা নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করার পরই শুভেন্দু কটাক্ষ ছুড়ে বলেন, নন্দীগ্রামে সংখ্যালঘু ভোট বেশি বলেই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়তে চাইছেন। কিন্তু তিনি যা ভাবছেন তা হবে না। কটাক্ষের তির ছুড়ে তিনি বলেন, ৬২ হাজারের ভরসায় নন্দীগ্রামে লড়তে নামছেন তো, ২ লাক্ষ ১৩ কিন্তু আমাদের দিকে।

নন্দীগ্রামের ভোট সমীকরণের হিসেব দিয়ে চ্যালেঞ্জ

নন্দীগ্রামের ভোট সমীকরণের হিসেব দিয়ে চ্যালেঞ্জ

উল্লেখ্য, নন্দীগ্রামে ৬২ হাজার সংখ্যালঘু ভোট রয়েছে। আর ২ লক্ষ ১৩ হাজার হিন্দু ভোট। শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েই তিন ৩০ শতাংশ মুসলিমকে ছেড়ে ৭০ শতাংশ হিন্দু ভোটেই বেশি জোর দেন। জয় শ্রীরামের পাশাপাশি মুখে তুলে নেন কৃষ্ণ নাম। আর নন্দীগ্রামের ভোট সমীকরণের হিসেব দিয়ে তিনি বলেন ওদিক থেকেও কিন্তু অনেক ভোট আমাদের আসবে।

মুসলিম ভোটকাটুয়া, মমতা বিজয়পথে কাঁটা আব্বাসের

মুসলিম ভোটকাটুয়া, মমতা বিজয়পথে কাঁটা আব্বাসের

আর সংখ্যালঘু মুসলিম ভোটে এবার থাবা বসাতে মহাজোটের পক্ষ থেকে আব্বাস সিদ্দিকি নন্দীগ্রামে নজর দিয়েছেন। তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন কি না তা স্পষ্ট নয়, তবে তাঁর দল থেকে যে প্রার্থী দেওয়া হবে, তিনি মুসলিম ভোট কেটে মমতা বিজয়পথে কাঁটা ছড়াবেন তা বলাই যায়। তাই মমতার ন্ন্দীগ্রামে এবার জোড়া কাঁটা তুলতে হবে।

কলকাতায় প্রকাশ জাভড়েকরের সঙ্গে টলিউড স্টারদের সাক্ষাৎ নিয়ে বিস্ফোরক বাঙালি পরিচালক, প্রসঙ্গ উঠল 'উদ্দেশ্য'রকলকাতায় প্রকাশ জাভড়েকরের সঙ্গে টলিউড স্টারদের সাক্ষাৎ নিয়ে বিস্ফোরক বাঙালি পরিচালক, প্রসঙ্গ উঠল 'উদ্দেশ্য'র

English summary
Mamata Banerjee takes a difficult challenge at Suvendu Adhikari’s fort Nandigram in Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X