For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রাম মামলায় ভার্চুয়ালি অংশগ্রহণ মমতার, শুনানি নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি

সময় মতো বৃহস্পতিবার সকালে হাইকোর্টে কৌশিক চন্দের (kaushik chanda) এসলাসে শুরু হল নন্দীগ্রামে নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি। এদিন নিয়ম মতো মামলাকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) হাজির ছিলেন,

  • |
Google Oneindia Bengali News

সময় মতো বৃহস্পতিবার সকালে হাইকোর্টে কৌশিক চন্দের (kaushik chanda) এসলাসে শুরু হল নন্দীগ্রামে নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি। এদিন নিয়ম মতো মামলাকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) হাজির ছিলেন, তবে ভার্চুয়ালি (vertually)। মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করছেন বিশিষ্ট আইনজীবী তথা এই রাজ্য থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি।

১৬ জুন প্রধান বিচারপতির কাছে আবেদন

১৬ জুন প্রধান বিচারপতির কাছে আবেদন

১৬ জুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে আইনজীবী প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন এজলাস বদল করার জন্য। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আইনজীবী সঞ্জয় বসু। সেই আবেদনের ফল এখনও জানা যায়নি। কিন্তু ১৮ জুন শুনানির সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সে কথা বিচারপতি কৌশিক চন্দের কাছে করেননি। সূত্রের খবর অনুযায়ী, এদিন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি চন্দ। ১৮ জুন নিয়ম অনুযায়ী মামলাকারী উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে ২৪ জুন করা হয়।

২৩ জুন কৌশিক চন্দের কাছে আবেদন

২৩ জুন কৌশিক চন্দের কাছে আবেদন

সাধারণভাবে যদি কোনও মামলাকারীর কোনও বিচারপতিকে পছন্দ না হয়, তাহলে, সেই অপচ্ছন্দের বিচারপতির কাছেই বিষয়টি নিয়ে আবেদন করতে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তা করেননি প্রথমে। শেষে ২৩ জুন কৌশিক চন্দের কাছে মামলা থেকে সরে যাওয়ার জন্য আবেদন করা হয়। সূত্রের খবর অনুযায়ী, এদিন শুনানির শুরুতে তাই জানিয়েছেন বিচারপতি চন্দ।

একটি আবেদন প্রত্যাহার করতে হবে

একটি আবেদন প্রত্যাহার করতে হবে

আদালত সূত্রে খবর, এদিন শুনানির শুরুতেই বিচারপতি কৌশিক চন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভিকে বলেন, এই মামলার শুনানি করতে তাঁর আপত্তি নেই। তবে তার আগে প্রধান বিচারপতির কাছে করা ১৬ জুনের আবেদন প্রত্যাহার করতে হবে। দুটি আবেদন একসঙ্গে কথা অবস্থায় মামলার শুনানি চলতে পারে না বলেও জানান বিচারপতি চন্দ।

নন্দীগ্রামে নির্বাচন নিয়ে আদালতে মামলা

নন্দীগ্রামে নির্বাচন নিয়ে আদালতে মামলা

গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছে ১৯০০ ভোটে। তাঁর অভিযোগ, ২ মে ভোট গণনার দিন কারচুপি হয়েছিল। সেই গণনা বাতিল করে আবার গণনার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের অভিযোগ কৌশিক চন্দের পুরনো বিজেপি প্রীতি নিয়ে

তৃণমূলের অভিযোগ কৌশিক চন্দের পুরনো বিজেপি প্রীতি নিয়ে

বিচারপতি কৌশিক চন্দকে নিয়ে আপত্তি তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের তরফে বিচারপতি চন্দের বেশ কিছু পুরনো ছবি প্রকাশ করে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল আইনজীবী থাকাকালীন সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। তাই বিচারপতি কৌশিক চন্দ নন্দীগ্রাম মামলার বিচার করলে, এই মামলায় নিরপেক্ষতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তৃণমূলের তরফ থেকে এও বলা হয়, আইনজীবী থাকাকালীন বিজেপির হয়ে একাধিক মামলা লড়েছিলেন কৌশিক চন্দ। তার মধ্যে যেমন রয়েছে ইমাম ভাতা দেওয়ার মামলা, ঠিক তেমনই রয়েছে অমিত শাহের সভা নিয়ে হওয়া মামলাও।

রাজ্যে চলছে ভ্যাকসিন সিন্ডিকেট, ভুয়ো টিকাকরণ শিবির নিয়ে দিলীপের নিশানায় মমতার সরকাররাজ্যে চলছে ভ্যাকসিন সিন্ডিকেট, ভুয়ো টিকাকরণ শিবির নিয়ে দিলীপের নিশানায় মমতার সরকার

English summary
Mamata Banerjee take part vertually in Nandigram hearing case under Justice Kaushik Chanda's court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X