For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেস নেতাদের কম্পন ধরিয়ে দিলেন পিকে, রিপোর্ট হাতে পেয়ে চক্ষু চড়ক গাছ মমতার

কলকাতা পুরসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের রিপোর্ট হাতে পেয়ে হতবাক হয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই রিপোর্টে তৃণমূলের অন্দরে কম্পন শুরু হয়ে যাওয়ার জোগাড়।

Google Oneindia Bengali News

কলকাতা পুরসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের রিপোর্ট হাতে পেয়ে হতবাক হয়ে গেলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই রিপোর্টে তৃণমূলের অন্দরে কম্পন শুরু হয়ে যাওয়ার জোগাড়। প্রশান্ত কিশোরের রিপোর্ট ফেল করেছেন ৫০ শতাংশ জন প্রতিনিধিই! তিনি সুপারিশ করেছেন, ৪৫ থেকে ৫০ শতাংশ জন প্রতিনিধিকে বদল করতে হবে।

মিনি বিধানসভা ভোটেই কম্পন

মিনি বিধানসভা ভোটেই কম্পন

কলকাতা-সহ রাজ্যের শতাধিক পুরসভায় ভোটের দামামা বেজে গিয়েছে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস তৈরি হচ্ছে পুরভোটে জিতে ২০২১-এর আগে নিজেদের ঝালিয়ে নিতে। কিন্তু এই মিনি বিধানসভা ভোটেই কম্পন ধরে যাওয়ার পূর্বাভাস দিলেন প্রশান্ত কিশোর।

২০ লক্ষ অভিযোগ জমা পড়েছে

২০ লক্ষ অভিযোগ জমা পড়েছে

প্রশান্ত কিশোর এসেই দিদিকে বলো অভিযান শুরু করেছিলেন। তারপর প্রায় ২০ লক্ষ অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে অর্ধেক অর্থাৎ ১০ লক্ষ অভিযোগই এসেছে বিধায়ক, কাউন্সিলর ও পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদে্র বিরুদ্ধে। সেই রিপোর্ট হাতে পেয়ে চক্ষু চড়কগাছ মমতার।

৪৫ থেকে ৫০ শতাংশে মুখ বদল দরকার

৪৫ থেকে ৫০ শতাংশে মুখ বদল দরকার

মমতা এখন ভাবনা শুরু করেছেন, কাকে টিকিট দেবেন, কাকে দেবেন না। এই অবস্থায় প্রশান্ত সাফ জানিয়ে দিয়েছেন, ৪৫ থেকে ৫০ শতাংশে মুখ বদল না হলে পুরভোটে মুখ থুবড়ে পড়তে হবে তৃণমূলকে। এই অবস্থায় দেখার মমতা কী সিদ্ধান্ত নেন। কার কপালে জোটে টিকিট।

তৃণমূল নেতাদের কাছে বড়় প্রশ্নচিহ্ন

তৃণমূল নেতাদের কাছে বড়় প্রশ্নচিহ্ন

তৃণমূল নেতা তথা জনপ্রতিনধিরাও চিন্তায়। কার নামে কী অভিযোগ পড়েছে, কার গাড়ে কোপ পড়বে, কে জানে না। এবার মমতার দলের টিকিট পেতে গেলে প্রশান্ত কিশোরের ছাকনি দিয়ে গলতে হবে। সেটাই এখন তৃণমূল নেতাদের কাছে বড়় প্রশ্নচিহ্ন হয়ে দেখা দিয়েছে।

English summary
Mamata Banerjee surprises to see report of Prashant Kishor before municipal Election. PK proposes to change 50 percent face in Municipal Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X