For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার কি রাজ্যেও 'ব্যান' হবে সিবিআই! চন্দ্রবাবুর সিদ্ধান্তে কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা

অন্ধ্রপ্রদেশ সরকারকে প্রশংসায় ভরিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

চন্দ্রবাবুর পাশে মমতা। তোপ দাগলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেও। তবে কেন? কারণ, অন্ধ্রপ্রদেশে এন চন্দ্রবাবু নাইড়ুর তেলুগু দেশম পার্টি সরকার এদিন যে নোটিশ জারি করেছে তাতে সেরাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কোনও তল্লাশি অভিযান চালাতে পারবে না। বলা ভালো, রাজ্যে ঢুকতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। সিবিআইয়ের রাজ্যে প্রবেশের পথ বন্ধ করে প্রকারান্তরে কেন্দ্রকে সমঝে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।

এবার কি রাজ্যেও ব্যান হবে সিবিআই! চন্দ্রবাবুর সিদ্ধান্তে কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা

আর এই প্রসঙ্গ টেনে তৃণমূলের সম্মেলনে কেন্দ্রকে তোপ দেগে অন্ধ্রপ্রদেশ সরকারকে প্রশংসায় ভরিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টিডিপির প্রশংসা করে বলেছেন, চন্দ্রবাবু নাইড়ু রাজ্যে সিবিআইকে ঢোকার পথ বন্ধ করে দিয়ে সঠিক কাজ করেছেন। বিজেপি সিবিআই, ইডি ইত্যাদি সংস্থাকে নিয়ন্ত্রণ করছে।

ঘটনা হল, এদিন অন্ধ্র সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে সিবিআইয়ের কাজ রাজ্যের দুর্নীতি দমন শাখা দেখবে। নতুন নির্দেশ অনুযায়ী, রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় যেকোনও প্রতিষ্ঠানে সন্দেহ মনে হলে তল্লাশি চালাতে পারবে রাজ্যের দুর্নীতিদমন শাখা।

অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা লঙ্কা দিনাকর বলেছেন, গত কয়েকমাসে সিবিআইয়ের কাজ দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদী সরকারের জন্য সিবিআই নিরপেক্ষতা হারিয়েছে। বিরোধীদের ফাঁসাতে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে।

মমতা বলেছেন, বিজেপি ইতিহাস, নাম, সংস্থা সবকিছু বদলে দিচ্ছে। তবে খেলা ঘোরাতে পারবে না। দেশ বিপদে রয়েছে। এমন করছে যেন দেশের জন্ম দিয়েছে। অথচ স্বাধীনতার সময়ে এরা কেউ ছিল না।

[আরও পড়ুন; দায়িত্ব বাড়ল শুভেন্দুর, রাজ্যের সীমা ছাড়িয়ে মমতার সেনাপতির পাড়ি এবার ভিনরাজ্যে][আরও পড়ুন; দায়িত্ব বাড়ল শুভেন্দুর, রাজ্যের সীমা ছাড়িয়ে মমতার সেনাপতির পাড়ি এবার ভিনরাজ্যে]

ঘটনা হল, রাজ্যে বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্তে রীতিমতো নাভিঃশ্বাস উঠেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। সারদা-নারদা সহ নানা ঘটনা ইডি, সিবিআই তদন্তের জেরে বেশ কয়েকজন নেতা-মন্ত্রী-সাংসদকে জেলে যেতে হয়েছে। ফলে অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় সংস্থার যে রাজ্যে ঢোকা বন্ধ করে দেওয়া যায় সেই উদাহরণ তৈরি করে দিলেন চন্দ্রবাবু নাইড়ু। রাজ্য সরকার সেই পথে হাঁটবে কিনা তা সময়ই বলবে।

[আরও পড়ুন:২টো গেলে ১০টা আসবে দলে! ঘ্যাচ করে কাদের নাম কাটার হুঁশিয়ারি দিলেন মমতা][আরও পড়ুন:২টো গেলে ১০টা আসবে দলে! ঘ্যাচ করে কাদের নাম কাটার হুঁশিয়ারি দিলেন মমতা]

[আরও পড়ুন:তৃণমূলের 'গদ্দার'রাই মাওবাদী তৈরি করছে! শুভেন্দুর নামে পোস্টারে তোপ মমতার][আরও পড়ুন:তৃণমূলের 'গদ্দার'রাই মাওবাদী তৈরি করছে! শুভেন্দুর নামে পোস্টারে তোপ মমতার]

English summary
Mamata Banerjee supports CBI ban in Andhra Pradesh by Chandrababu Naidu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X