For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় সামনে দাঁড়িয়ে লড়ছেন মমতা! চার হাসপাতালে সারপ্রাইজ ভিজিট

করোনা মোকাবিলায় সামনে দাঁড়িয়ে লড়ছেন মমতা! চার হাসপাতালে সারপ্রাইজ ভিজিট

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে লকডাউনের ঘোষণার পরই মমতা বেরিয়ে পড়লেন সারপ্রাইজ ভিজিটে। করোনার আবহেই তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ চার হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন। সুপারদের সঙ্গে কথা বলে 'কিটস' তুলে দেন মুখ্যমন্ত্রী। কথা বলেন পরিকাঠামো নিয়েও।

হাসপাতাল পরিদর্শনে মমতা

হাসপাতাল পরিদর্শনে মমতা

মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে গোটা রাজ্যে লকডাউনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি অসংগঠিত শ্রমিকদের পাশে থাকার বার্তা দেন ‘প্রচেষ্টা' প্রকল্পের মাধ্যমে। শ্রমিকশ্রেণির মানুষদের এক হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপরই তিনি হাসপাতাল পরিদর্শনে বের হল।

চার হাসপাতাল পরিদর্শন

চার হাসপাতাল পরিদর্শন

প্রথমে মমতা যান আরজিকর হাপসাতালে। সেখানে সুপারের সঙ্গে কথা বলে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন। চিকিৎসকরা সামনে থেকে লড়াই চালাচ্ছে। তাঁদের এই লড়াইয়ে সাহস জোগান। এই করোনা মোকাবিলায় সতর্ক ও সচেতন থাকার বার্তাও দেন তিনি। এরপর একে একে এনআরএস, মেডিকেল কলেজ হাসপাতাল ও এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী।

কোনও ফাঁক রাখতে চান না মমতা

কোনও ফাঁক রাখতে চান না মমতা

হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্তদের জন্য ব্যবহার করতে চাইছে রাজ্য। তা নিয়ে কাজ কতদূর এগিয়েছে, সে ব্যাপারটি খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। মোট কথা কোথাও কোনও ফাঁক রাখতে চাইছেন না তিনি।

English summary
Mamata Banerjee starts surprise visit to four hospitals of Kolkata to stop Coronavirus. Mamata gives message to hospital and all,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X