For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাখির চোখ ২০২১ নির্বাচন, দিদির নির্দেশে গ্রামে রাত কাটাবেন, খাবেন তৃণমূল নেতারা

ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল হাতিয়ার জনসংযোগ। আর জনসংযোগের লক্ষ্যে তৃণমূল কগ্রেস ১০ হাজার গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Google Oneindia Bengali News

ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল হাতিয়ার জনসংযোগ। আর জনসংযোগের লক্ষ্যে তৃণমূল কগ্রেস ১০ হাজার গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাজারও তৃণমূ নেতা-নেত্রী দলে দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে ঘুরবেন। অভাব অভিযোগের কথা শুনবেন। তাঁদের সঙ্গে গড়ে তুলবেন নিবিড় সম্পর্ক।

গ্রামে ঘুরে জনসংযোগ

গ্রামে ঘুরে জনসংযোগ

মমতা বাংলার মানুষের সঙ্গে জনসংযোগ বাড়তে এই নয়া অভিযান কর্মসূচির সূচনা করেছেন। মমতা বলেন, ১০ হাজারেরও বেশি গ্রাম তাদের প্রাথমিক টার্গেট। তৃণমূল নেতারা শুধু গ্রামে গ্রামে ঘুরে মানুষের অভাব-অভিযোগ শুনবেন না, তাঁরা প্রয়োজনে গ্রামে রাত কাটাবেন, গ্রামবাসীদের সঙ্গে খাওয়াদাওয়াও করবেন।

সরাসরি ফোন দিদিকে!

সরাসরি ফোন দিদিকে!

না, বাংলার সাধারণ মানুষের সঙ্গে শুধু এই নিবিড় সম্পর্ক তৈরি করেই থামতে চাইছে না তৃণমূল। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জনসংযোগ কর্মসূচিরই প্রধান অঙ্গ হিসেবে ‘দিদিকে বলো' অভিযানের সূচনা করছেন। ‘দিদিকে বলো' অভিযানে সরাসরি ফোন করতে পারবেন সাধারণ মানুষ। ও প্রান্তে কথা বলবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

যে নম্বরে ফোন দিদিকে

যে নম্বরে ফোন দিদিকে

সোমবার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বাংলার মানুষ তাঁর এলাকার সমস্যা জানাতে পারেন ফোন করে। ‘দিদিকে বলো' অভিযানে সাধারণ মানুষ ফোন করতে পারবেন ৯১৩৭০৯১৩৭০ নম্বরে।

দিদিকে বলো ডট কম’-এ অভিযোগ

দিদিকে বলো ডট কম’-এ অভিযোগ

একইসঙ্গে ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবেন। লিখিত অভিযোগ জানাতে যেতে হবে ‘দিদিকে বলো ডট কম'-এ। ওয়েবসাইটটি হল- didikebolo.com। মমতা বলেন, কোনও অভাব-অভিযোগ থাকলে ফোন করে জানাতে পারেন। আপনাদের মতামত জানাতে পারেন এই নম্বরে।

মানুষ নিজের কথা বলবে

মানুষ নিজের কথা বলবে

মমতার কথায়, মানুষ নিজের কথা বলতে পারবে। সমস্যার কথা জানাতে পারবে। অভাব-অভিযোগ করতে পারবে। আর আমি চেষ্টা করব, তাদের সমস্যা মেটাতে। হয়তো সব করতে পারব না, তবে যতটা সম্ভব করব। তবে একটা অনুরোধ, যাঁরা ফোন করবেন, আপনার এবং আপনার এলাকার সমস্যাই বলবেন।

[আরও পড়ুন: ফোন করে 'দিদিকে বলুন' সরাসরি, তৃণমূলকে জনসংযোগের নতুন পাঠ দিলেন মমতা][আরও পড়ুন: ফোন করে 'দিদিকে বলুন' সরাসরি, তৃণমূলকে জনসংযোগের নতুন পাঠ দিলেন মমতা]

English summary
Mamata Banerjee starts public relation in target of 2021 Assembly election. She wants to turn around in state politics after Lok Sabha Election disappointment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X