For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাও ঝাঁপাচ্ছেন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে, কোন কেন্দ্র থেকে শুরু করছেন অভিযান

মমতাও ঝাঁপাচ্ছেন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে, কোন কেন্দ্র থেকে শুরু করছেন অভিযান

  • |
Google Oneindia Bengali News

অভিষেক বন্দ্যোপাধ্যায় একা নন, আর কালবিলম্ব না করে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ঝাঁপিয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিষেক যেমন শুভেন্দু অধিকারীর গড় কাঁথি থেকে পঞ্চায়েতের প্রচার শুরু করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন কৃষ্ণনগরকে। নদিয়ার মাটি থেকেই তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন পুরোদমে।

মমতা বন্দ্যোপাধ্যায়ও ঝাঁপিয়ে পড়ছেন নির্বাচনী প্রচারে

মমতা বন্দ্যোপাধ্যায়ও ঝাঁপিয়ে পড়ছেন নির্বাচনী প্রচারে

আগামী বছরের শুরুতেই পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। ভোটের বাদ্যি একপ্রকার বাজিয়েই দিয়েছেন তিনি। ইতিমধ্যে তার প্রস্তপতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনও। তৃণমূল কংগ্রেসও একইসঙ্গে জেলা জেলায় নানা কর্মসূচি শুরু করে দিয়েছে। অভিষেকের প্রচারাভিযানের স্থান-কাল চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঝাঁপিয়ে পড়ছেন নির্বাচনী প্রচারে।

মুকুল রায়ের কেন্দ্র কৃষ্ণনগর উত্তর থেকে পঞ্চায়েতের প্রচার

মুকুল রায়ের কেন্দ্র কৃষ্ণনগর উত্তর থেকে পঞ্চায়েতের প্রচার

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবার মুকুল রায়ের কেন্দ্র কৃষ্ণনগর উত্তর থেকে পঞ্চায়েতের প্রচার শুরু করবেন। আগামী বুধবার অর্থাৎ ৯ নভেম্বর তিনি কৃষ্ণনগরে জনসভা করবেন। সেই সভার দিকে এখন নজর রাজনৈতিক মহলের। মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা থেকে কী বলেন, সেদিকে তাকিয়ে রয়েছেন বিরোধীরাও।

দুর্নীতির কাঁটা বেছানো পথে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা

দুর্নীতির কাঁটা বেছানো পথে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা

নানা ইস্যুতে সরকারকে কাঠগড়ায় তুলতে এখন বদ্ধপরিকর বিরোধীর। ফের একবার দুর্নীতির কাঁটা বেছানো পথে তৃণমূলকে কোণঠাসা করার আবহ তৈরি করেছে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস ও সিপিএম। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি তো তৃণমূলকে হুমকিই দিয়ে রেখেছে ডিসেম্বরেই সরকরা ফেলে দেওয়ার। এই অবস্থায় মুখ্যমন্ত্রী যাচ্ছেন জেলা সফরে। সেখানে মুখ্যমন্ত্রী বিরোধীদের নিশানায় কী বলেন, তার দিকে তীক্ষ্মনজর রাজনৈতিক মহলের।

সাম্প্রদায়িক অশান্তি না ছড়িয়ে পড়ে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সাম্প্রদায়িক অশান্তি না ছড়িয়ে পড়ে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভার সদস্যদের সাবধান করে বলেছেন, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি বাংলায় সক্রিয়। তারা নানাভাবে প্ররোচনা দিয়ে হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করছে। সরকারের বদনামের জন্য তারা উঠেপড়ে লেগেছে। সে জন্য ডিসেম্বর মাস পর্যন্ত সবাইকে সাবধানে থাকতে বলেছেন তিনি। কোনওভাবেই যাতে এলাকায় সাম্প্রদায়িক অশান্তি না ছড়িয়ে পড়ে, তার জন্য সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

দলীয় কর্মী ও সাধারণ মানুষের সামনে বার্তা দেবেন মমতা

দলীয় কর্মী ও সাধারণ মানুষের সামনে বার্তা দেবেন মমতা

জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ নভেম্বর কৃষ্ণনগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ৯ নভেম্বর জনসভায় অংশ নেবেন তিনি। পরদিন অর্থাৎ ১০ নভেম্বর তিনি রানাঘাটের হবিবপুরে নদিয়া জেলার সাংগঠনিক সভা করবেন। ওই মঞ্চ থেকে বর্তমান পরিস্থিতিতে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সামনে নিজের বার্তা তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার বার্তা দেবেন তিনি। জেলা থেকে ব্লকস্তরের কর্মীদের তিনি পঞ্চায়েত নির্বাচনের রূপরেখা তৈরি করে দেবেন।

'দেউলিয়া' মমতার সরকারের রোজগার বাড়তে নতুন পন্থা! ট্রাফিক পুলিশকে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী'দেউলিয়া' মমতার সরকারের রোজগার বাড়তে নতুন পন্থা! ট্রাফিক পুলিশকে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী

English summary
Mamata Banerjee starts campaigning for Panchayet Election from Mukul Roy’s seat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X