গণতন্ত্রকে হত্যা করছে ফ্যাসিস্ট বিজেপি! 'রাজ্যসভা পর্ব' নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতার
গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি, রাজ্যসভা থেকে ৮ সাংসদের সাসপেনশন নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কৃষি বিলের বিরোধিতায় রাজ্যসভায় সরব হয় বিরোধীরা৷ ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং-এর উপস্থিতিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কয়েকজন সাংসদ। এর জেরে ডেরেক ও'ব্রায়েন সহ আট সাংসদকে সাতদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এরপরই এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা।

ডেপুটি চেয়ারম্যানকে শারীরিক হেনস্থার মতো পরিস্থিতি তৈরি
এদিন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, 'গতকাল রাজ্যসভার জন্য খারাপ দিন ছিল৷ সভার কয়েকজন সদস্য ওয়েলে নেমে আসে৷ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে শারীরিক হেনস্থার মতো পরিস্থিতি তৈরি হয়৷ তাঁকে কাজে বাধা দেওয়া হয়। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ও একই সঙ্গে নিন্দনীয়৷'

ডেরেক সহ আট সাংসদকে সাসপেন্ড করা হয়
এরপরই তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন সহ আট সাংসদকে সভাকক্ষ থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন তিনি৷ এই সাসপেনশনের নির্দেশের পরই বিজেপিকে তোপ দেগে টুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, 'এদিন রাজ্যসভা থেকে ৮ জন সংসদ সদস্যকে সাসপেন্ড করা হয়। তাঁরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করেছেন।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট
এরপর তিনি কেন্দ্রকে তোপ দেগে টুইট করেন, 'দুর্ভাগ্যজনকভাবে সাংসদদের এভাবে সাসপেন্ড করা এই স্বৈরাচারী সরকারের মানসিকতার প্রতিফলন যা গণতান্ত্রিক নিয়মাবলী এবং নীতিকে সম্মান করে না। আমরা মাথা নত করব না এবং আমরা সংসদে এবং রাস্তায় এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করব।'

কাঁদের সাসপেন্ড করা হয় রাজ্যসভা থেকে?
সাতদিনের জন্য যেসব সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন- তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সিপিআইএম-এর কে কে রাগেশ ও এলামারান করিম, আম আদমি পার্টির সঞ্জয় সিং, কংগ্রেসের রাজু সাতাব, সইদ নাজির হুসেন ও রিপুন বোরা৷ এদিকে ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে বিরোধীরা যে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তাও খারিজ করে দেওয়া হয়।

তুলকালাম সংসদ
গতকাল কৃষি বিল নিয়ে সংসদে সরব হয় বিরোধীরা৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, আপ সাংসদ সঞ্জয় সিং, কংগ্রেস সাংসদ রিপুন বোরা ডেপুটি চেয়ারম্যানের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এমনকী ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে রাজ্যসভার রুলবুক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তোলা হয়। গতকাল ওই ঘটনার পরই ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। তারপরই ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী সাংসদরা।
দিল্লির নয়া চাল, লাদাখে সেনার বৈঠকে রাজনৈতিক গন্ধ! চুশুলে উপস্থিত বিদেশমন্ত্রকের প্রতিনিধি