For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার প্রিয় কেষ্টও এখন ‘ব্যাড বয়’! ভরা সভায় দিদির ধমকের পর কড়া ‘শাস্তি’ও

তাঁর নামে এতদিন এক ঘাটে জল খেত বাঘে-বলদে। সেই অনুব্রতই কি না বিজেপির কাছে হেরে বসলেন! না, তাঁর জেলায় লোকসভার দুটি আসনই পেয়েছে তৃণমূল।

Google Oneindia Bengali News

তাঁর নামে এতদিন এক ঘাটে জল খেত বাঘে-বলদে। সেই অনুব্রতই কি না বিজেপির কাছে হেরে বসলেন! না, তাঁর জেলায় লোকসভার দুটি আসনই পেয়েছে তৃণমূল। কিন্তু বেশ কয়েকটি বিধানসভা আসনে পিছিয়ে তৃণমূল। তারই জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বকুনি থেকে রেহাই মিলল না। কেন হারলেন অনুব্রত, কঠোর জিজ্ঞাসা খোদ মমতার।

জোর ধাক্কা, রোষের মুখে নেতারা

জোর ধাক্কা, রোষের মুখে নেতারা

এবার লোকসভা ভোটে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। ৪২-এ ৪২ করতে গিয়ে ৩৪ থেকে কমে ২২-এ দাঁড়িয়েছে তারা। আর বিজেপি দুই থেকে বেড়ে ১৮। তাই ২০২১-এর আগে ঘুরে দাঁড়াতে দলের নেতা-মন্ত্রীদের কঠোর ক্লাস নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর রোষের মুখে পড়লেন একাধিক নেতা-মন্ত্রী।

মমতার রোষানলে যাঁরা

মমতার রোষানলে যাঁরা

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে আজকের ক্লাসে 'ব্যাড বয়' বাছলেন। খারাপ ছাত্রের তালিকায় অরূপ বিশ্বাস, গৌতম দেব, বিনয় বর্মন, অজিত মাইতি- কে নেই। হারা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন, তা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সবথেকে বিস্ময়ের দুটি কেন্দ্রে জিতেও নেত্রীর কাছে থেকে 'ধমক' খেলেন তাঁর প্রিয় কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলও।

কেষ্টর কাছেও কৈফিয়ৎ

কেষ্টর কাছেও কৈফিয়ৎ

শুধু ধমকেই শেষ নয়, কেষ্টর কাছ থেকে কৈফিয়তও চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাঁকে সরিয়ে দেওয়া হল নদিয়ার পর্যবেক্ষকের দায়িত্ব থেকে। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে বীরভূমের পাশাপাশি নদিয়া জেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। এই জেলায় রানাঘাট লোকসভা কেন্দ্রে হেরে যায় তৃণমূল। তারপরই এই কঠোর সিদ্ধান্ত নিলেন মমতা।

আগে প্রশ্রয়, এখন ধমক

আগে প্রশ্রয়, এখন ধমক

ভোটের আগে নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টকে পরামর্শ দিয়ে এসেছিলেন। দিয়েছিলেন প্রশ্রয়ও। কিন্তু হারতেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেন কৈফিয়ৎ। জিজ্ঞাসা করলেন কেন হারতে একগুলো জায়গায়। বীরভূমের জেলা সভাপতি তখন নির্বাক। মুখের ভাষা হারিয়ে গিয়েছে। জানেন না, সত্যিই কেন হারলেন তিনি।

দায়িত্ব পেয়ে ফেল স্ট্র্যাটেজি

দায়িত্ব পেয়ে ফেল স্ট্র্যাটেজি

অনুব্রত মণ্ডল সাংগঠনিক ভূমিকা নিয়ে গর্ব করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই ফলে এর আগে তিনি পুরস্কার পেয়েছেন। বাড়তি দায়িত্বও তাঁকে সঁপেছিলেন মুখ্যমন্ত্রী। শুধু কী বীরভূম, পূর্ব বর্ধমানের একাংশ, মুর্শিদাবাদ, নয়িয়ার পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটের আগে বিষ্ণুপুরেও বিশেষ পর্যবেক্ষক করে পাঠানো হয় তাঁকে। কিন্তু বর্ধমান-দুর্গাপুর, রানাঘাট, বিষ্ণুপুর এবং বহরমপুরে ফেল করে স্ট্র্যাটেজি।

কেন মানুষ সরে গেল, পর্যালোচনা

কেন মানুষ সরে গেল, পর্যালোচনা

এদিনের কোর কমিটির বৈঠকে শুধু অনুব্রত নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে পড়েন অরূপ বিশ্বাস, গৌতম দেব, অজিত মাইতিরাও। তিনি সবার কাছে কৈফিয়ৎ চান। কেন এই ফল হল, কোথায় খামতি। এত দিয়েও কেন মানুষ সরে গেল, তা জানতে চান মমতা।

English summary
Mamata Banerjee snubs Anubrata Mandal also due to bad result in LS Election. Mamata removes him from charge of Nadia,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X