For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশ থেকে ইস্যু আমদানি মমতার, সিঙ্গুরের সঙ্গে একসূত্রে গাঁথলেন হাথরাসকে

Google Oneindia Bengali News

হাথরাসের ঘটনা নিয়ে সরব বিরোধী দলগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গর্জে উঠেছে তৃণমূল শিবিরও। শুক্রবার হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার জন্য রওনা হয়েছিলেন তৃণমূল সাংসদরা। পুলিশের তরফ থেকে বাধা পান তাঁরা। গ্রামে ঢোকার আগেই তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডলের সঙ্গে পুলিশের চরম ধস্তাধস্তি হয়। গোটা ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে এদিন একটি মিছিলেও হাঁটেন মুখ্যমন্ত্রী। এবং সেখানেই বিজেপিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবাদের সামিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিবাদের সামিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

হাথরাসে দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগে সরব গোটা দেশ। প্রতিবাদের সামিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। হাথরসের ঘটনার তীব্র নিন্দা করে পথে নামেন তিনি। কালো কাপড় হাতে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেন তিনি। বললেন, 'বিজেপি দেশের প্যানডেমিক।'

ব্লকে ব্লকে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা

ব্লকে ব্লকে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা

হাথরাসের ঘটনায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্লকে ব্লকে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা দিলেন তৃণমূলের কর্মীদের। বললেন, 'পাড়ায় পাড়ায় পোস্টারিং করুন।' প্রতিবাদমঞ্চ থেকে হাথরাসের সঙ্গে সিঙ্গুরকে একসূত্রে গাঁথেন। বলেন, 'উত্তরপ্রদেশ যা হচ্ছে, তা গোটা দেশ দেখছে। হাথারসে যে ঘটনা ঘটেছে, সিঙ্গুরেও একসময় সেরকম হয়েছিল।'

মেয়েদের ধরে মারা হয়েছে

মেয়েদের ধরে মারা হয়েছে

হাথরাসে নির্যাতিতার গ্রামে ঢোকার পথে ডেরেক ও'ব্রায়েন-সহ তৃণমূল সাংসদদের প্রতিনিধি দলকে বাধা দেওয়া হয়। সংবাদমাধ্যমকেও মাঝে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের কাছে খবর আছে, সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। সাংবাদিকদের আটকে দেওয়া হয়েছে। মেয়েদের ধরে মারা হয়েছে।'

আমার মন পড়ে রয়েছে হাথরাসে

আমার মন পড়ে রয়েছে হাথরাসে

সাংসদদের প্রতিনিধি দলকে আটকে দেওয়া প্রসঙ্গে বলেন, 'আমার মন পড়ে রয়েছে হাথরাসে। ওই পরিবারের সঙ্গে দেখা করার জন্য প্রতিনিদি দল পাঠিয়েছিলাম। গ্রামে ঢোকার এক কিলোমিটার আগে সাংসদদের আটকে দেওয়া হয়।'

<strong>চিন-মার্কিন বরফ গলার ইঙ্গিত! করোনা আক্রান্ত ট্রাম্পের উদ্দেশে কোন বার্তা জিনপিংয়ের</strong>চিন-মার্কিন বরফ গলার ইঙ্গিত! করোনা আক্রান্ত ট্রাম্পের উদ্দেশে কোন বার্তা জিনপিংয়ের

English summary
Mamata Banerjee snubbed saffron party saying BJP are the real pandemic in Hathras incident issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X