For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কিছু ভুঁইফোঁড় নেতা, আখের গুছিয়ে পালিয়েছে', রায়গঞ্জ থেকে দলবদলীদের নাম না করে নিশানা মমতার

রাজীব- শুভেন্দুরা 'ভুঁইফোঁড়', 'আখের গুছিয়ে পালিয়েছে', রায়গঞ্জ থেকে নিশানা মমতার

Google Oneindia Bengali News

রায়গঞ্জের সভা থেকে ফের রাজীব বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেছেন কিছু ভুঁইফোড়কে কাজ করতে পাঠিয়েছিলাম, তাঁরা আখের গুছিয়ে পালিয়েছে। যাঁরা লোভী তাঁদের ত্যাগ করুন। পরোক্ষে দলের নেতা কর্মীদের কড়া বার্তা গিয়েছেন মমতা। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মাথা উঁচু করে চলতে হবে। যাঁরা কাজ করে তৃণমূল কংগ্রেস তাঁদের টিকিট দেয় বলে এদিন বার্তা দিয়েছেন মমতা।

রাজীবদের বার্তা মমতার

রাজীবদের বার্তা মমতার

রায়গঞ্জের সভা থেকে ফের রাজীব-শুভেন্দুদের নাম না করে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে রাজীব- শুভেন্দুদের ভুঁইফোড় নেতা বলে আক্রমণ করেছেন তিনি। মমতা প্রকাশ্যে অভিযোগ করেছেন কিছু ভুঁইফোড় নেতাকে কাজ করতে পাঠিয়েছিলাম তাঁরা আখের গুছিয়ে পালিয়েছে। এর আগেও উত্তরবঙ্গের সভা থেকে রাজীব শুভেন্দুকে আক্রমণ করেছেন মমতা। আলিপুরদুয়ারের সভায় রাজীবের বিরুদ্ধে বনদফতরে দুর্নীতির অভিযোগ করেছেন মমতা। যাঁরা দল থেকে গেছেন আপদ বিদায় হয়েছে বলে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। যাঁরা দল বদল করে তাঁদের কখনোই টিকিট দেওয়া হবে না বলে বার্তা দিয়েছেন মমতা।

সেন্ট্রাল পুলিশ এনে অত্যাচার

সেন্ট্রাল পুলিশ এনে অত্যাচার

বিজেপির বিরুদ্ধে গুরুত অভিযোগ করেছেন মমতা। ভোটে সেন্ট্রাল পুলিশ এনে ভয় দেখাবে বিজেপি। অভিযোগ করেছেন মমতা। কিন্তু সেন্ট্রাল পুলিশে ভয় না পেয়ে ভোট বাক্সে সাহস দেখাতে বলেছেন মমতা। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটে বাড়তি কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনে দাবি জানিয়েছেন বিজেপি। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন দিলীপ ঘোষরা।

মিমকে নিশানা

মিমকে নিশানা

মিমকে বিজেপির বি-টিম বলে আগেই আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জের সভা থেকে ফের মিমকে নিশানা করেছেন মমতা। সংখ্যালঘু ভোটকে টার্গেট করেই মিমকে হায়দরাবাদ থেকে নিয়ে আসছে বিজেপি অভিযোগ করেছেন মমতা। রায়গঞ্জের সভায় তিনি বলেছেন হায়দরাবাদ থেকে নেতা এনে রাজ্যে ভোট ব্যাঙ্ক ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। এবারের ভোটে বাম-কংগ্রেস-বিজেপি তিন দলতেই ধুয়ে মুছে সাফ করার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সংখ্যালঘুদের একমাত্র নিরাপত্তা দিতে পারে তৃণমূল কংগ্রেস। এমনই দাবি করেছেন মমতা।

নজরে রাজবংশী ভোট

নজরে রাজবংশী ভোট

রায়গঞ্জে সভা করার মূল টার্গেট ছিল রাজবংশী ভোটার। উত্তর দিনাজপুরে রাজবংশী ভোটারদের ভোট দখলে মরিয়া লড়াইয়ে নেমেছে তৃণমূল ও বিজেপি। আগামিকাল কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা রাজবংশী ধর্মগুরুর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারবেন বিজেপির চাণক্য অমিত শাহ। তার আগে রায়গঞ্জের সভায় রাজবংশীদের উন্নয়ের সরকারের একাধিক প্রকল্পের কথা স্মরণ করানের মমতা। রাজবংশীদের জন্য ২০০ স্কুল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা।

দরজা বন্ধ করেও হল না লাভ! ভোটের আগে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দরজা বন্ধ করেও হল না লাভ! ভোটের আগে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

English summary
Mamata Banerjee slams Rajib Banerjee and Suvendu Adhikari from Raiganj meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X