For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ থেকে দাঙ্গাবাজরা বিদায় নিক, ছটপুজো নিয়ে বিজেপির রাজনীতিকে আক্রমণ মমতার

দেশ থেকে দাঙ্গাবাজরা বিদায় নিক, ছটপুজো নিয়ে বিজেপির রাজনীতিকে আক্রমণ মমতার

Google Oneindia Bengali News

সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আর তা নিয়ে রাজনীতি করছে বিজেপি। বড় বড় কথা বলে রাজ্যে অশান্তি ছড়িয়ে চলে যান তাঁরা। নাম না করে দিলীপ ঘোষদের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতার দইঘাটে ছটপুজোর উদ্বোধনের মঞ্চে গিেয় মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে এবার কোনও উৎসবই বড় করে হয়নি। তাই ছটপুজোও নিজের নিজের বাড়িতে ছোট করে করুন।

ছটপুজো তরজা

ছটপুজো তরজা

সুভাষ সরোবরে ও রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না আদালতের নির্দেশে। তার বিকল্প ব্যবস্থা কেন করতে পারেনি রাজ্য সরকার। এই নিয়ে গতকাল থেকেই সরব হয়েছিল বিজেপি। দিলীপ ঘোষ এদিন সকালেও রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণে শান দিয়েছিল বিজেপি।

মমতার পাল্টা আক্রমণ

মমতার পাল্টা আক্রমণ

শক্রবার দইহাটে ছটপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে এক হাত নেন। তিনি বলেন বড় বড় কথা বলে এঁরা চলে যান। ছটপুজো নিয়ে অকারণে রাজনীতি করা হচ্ছে। রাজ্য সরকার সবরকন ব্যবস্থা করেছে। জলভরো জল ধর প্রকল্পে ১৫০০ পুকুর কাটা হয়েছে যেখানে ছটপুজো করতে পারছেন ভক্তরা। এমনই দাবি করেছেন মমতা।

ছটপুজো নিষিদ্ধ সুভাষ ও রবীন্দ্র সরোবরে

ছটপুজো নিষিদ্ধ সুভাষ ও রবীন্দ্র সরোবরে

ঐতিহাসিক ঘটনা ঘটেছে এবার। ছটপুজো নিষিদ্ধ করা হয়েথে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে। সুপ্রিম কোর্ট নির্দেশিকা জারি করেছে এই নিয়ে এবং রাজ্য সরকার ও রাজ্যপুলিস যাতে যথাযথ ভাবে সেই নির্দেশ পালন করেন তা বলা হয়েছে। তারপরেই মুখ্যসচিব ঘরে বসেই ছটপুজো করা বা স্থানীয় পুকুর ও হ্রদে ছট পুজো করার অনুরোধ জানিয়েছিলেন। নিরাপত্তার খাতিরো গতকাল থেকেই সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরে ফাঁকা জায়গা ঘিরে ফেলা হয়েছিল। কড়া পুলিসি নিরাপত্তা বহাল করা হয়।

উস্কানি দিচ্ছে বিজেপি

উস্কানি দিচ্ছে বিজেপি

ছটপুজো করা নিয়ে উস্কানি মূলক মন্তব্য করে চলেছেন বিজেপি নেতারা। এমনই অভিযোগ করেছেন তৃণমূল নেতারা। বিভেদের রাজনীতি তৈরি করছে বিজেপি। এদিকে আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন পরিবেশকর্মীরা। রাজ্য সরকার পরিবেশ রক্ষায় যথাযথ পদক্ষেপ করেছেন বলে জানিয়েছেন তাঁরা।

রাজনৈতিক আক্রমণ নয় ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, অনিল বসুর কথা স্মরণ করিয়ে কল্যাণকে তোপ শুভেন্দুররাজনৈতিক আক্রমণ নয় ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, অনিল বসুর কথা স্মরণ করিয়ে কল্যাণকে তোপ শুভেন্দুর

English summary
Mamata Banerjee slams BJP over Chhat Puja politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X