For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির এত তাড়া কীসের! সিএএ-বিরোধী ছাত্রদের ধরনামঞ্চ থেকে ফের তোপ মমতার

বিজেপির এত তাড়া কীসের! সিএএ-বিরোধী ছাত্রদের ধরনামঞ্চ থেকে ফের তোপ মমতার

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব আইন একটি চলমান প্রক্রিয়া। তা নিয়ে প্রশ্ন তুলে বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে তিনি প্রশ্ন তোলেন, নাগরিকত্ব আইন কি বৈধ নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া ষড়যন্ত্র? নাকি বিজেপির স্পনসর করা বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ষড়যন্ত্র?

বিজেপির এত তাড়া কীসের! সিএএ-বিরোধী ছাত্রদের ধরনামঞ্চ থেকে ফের তোপ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিএএ-এনপিআর-এনআরসি আসলে একে অপরের সঙ্গে যুক্ত। এ কথা বুঝতে হবে। যোগী আদিত্যনাথ সরকারের সবার প্রথম সিএএ লাগু করা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন এত তাড়াহুড়ো, সিএএ নিয়ে স্পষ্ট আইনই এখনও তৈরি হয়নি। এর মধ্যেই যোগী সরকার একাই ৩০ হাজার উদ্বাস্তু খুঁজে ফেলেছে।

মমতা বলেন, যে দলের যেখানে শক্তি, তারা সেখানে আন্দোলন করুক। সোমবার এই বার্তা দিয়েছিলেন মমতা। ওইদিন দিল্লিতে কংগ্রেসের ডাকা বৈঠকে য়োগ না দিলেও তিনি এদিন ফের রাস্তাতে নেমে সিএএ বিরোধী আন্দোলনে সামিল হলেন। ছাত্রদের ধরনা মঞ্চ থেকে মমতা বুঝিয়ে দিতে চাইলেন তিনিই এই আন্দালনের পুরোধা।

মমতা বলেন, তিনি রাস্তাতে থেকেই আন্দোলন চালিয়ে যাবেন। ২২-২৩ জানুয়ারি তিনি দার্জিলিংয়ে সিএএ বিরোধী মিছিল করবেন। এদিন মমতা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বেলন, আজ তোমরা বল, আমা শুনি। আজ আমি শুনতে এসেছি, মুখগুলো চিনতে এসেছি। তোমরাই পার্টির নেক্সট জেনারেশন। তাই আজ তোমরা বলবে, আমি শুনব। এদিন সিএএ বিরোধী ধরনা মঞ্চে অধ্যাপকদের একাংশও হাজির ছিলেন।

English summary
Mamata Banerjee slams BJP against CAA in dharna stage of Students in Dharmatala. She says it will be a conspiracy of BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X