For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেলেনি সেনাবাহিনীর অনুমতি, ঘোষিত নির্দিষ্ট সময়ের আগেই ধরনায় মমতা

ঘোষিত নির্দিষ্ট সময়ের আগেই ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে নির্বাচন কমিশনের (election commission) বিরুদ্ধে ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । যদিও তাঁর এই ধরনায় অনুমতি (permission) দেয়নি সে

  • |
Google Oneindia Bengali News

ঘোষিত নির্দিষ্ট সময়ের আগেই ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে নির্বাচন কমিশনের (election commission) বিরুদ্ধে ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । যদিও তাঁর এই ধরনায় অনুমতি (permission) দেয়নি সেনাবাহিনী। প্রসঙ্গত উল্লেখ্য ময়দান এলাকায় কেউ যদি কোনও কর্মসূচি নিতে চান, তার জন্য আগে থেকে সেনাবাহিনীর অনুমতি নিতে হয়।

 মমতার প্রচারে কমিশনের নিষেধাজ্ঞা

মমতার প্রচারে কমিশনের নিষেধাজ্ঞা

সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২৪ ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। সংখ্যালঘুদের ভোট দেওয়া এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে শোকজ করা হলে, যে উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তাতে সন্তুষ্ট হতে পারেনি কমিশন। তাই এই নিষেধাজ্ঞা। জানা গিয়েছে, রাত আটটায় নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পরেই তিনি প্রথমে বারাসত এবং পরে বিধাননগরে সভা করবেন।

ধরনায় অনুমতি দেয়নি সেনাবাহিনী

ধরনায় অনুমতি দেয়নি সেনাবাহিনী

ময়দান এলাকা সেনাবাহিনীর দখলে। কোনও প্রতিষ্ঠান যদি কোনও কর্মসূচি পালন করতে চায়, তাহলে সেনাবাহিনীর কাছ থেকে আগাম অনুমতি নিতে হয়। জানা গিয়েছে, এদিন সকাল ৯.৪০ নাগাদ তৃণমূল কংগ্রেসের তরফে সেনবাহিনীর কাছে ধরনা কর্মসূচির জন্য অনুমতি চাওয়া হয়। যদিও সেনাবাহিনীর তরফে মনদীপ হুডা জানিয়ে দেন, এত কমসময়ের মধ্যে অনুমতি দেওয়া সম্ভব নয়।

 আধঘন্টা আগেই ধরনা মঞ্চে মমতা

আধঘন্টা আগেই ধরনা মঞ্চে মমতা

এদিন বেলা বারোটা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর ধরনা কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও, বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি ধরনাস্থলে পৌঁছে যান। সেখানে তিনি একাই ধরনায় বসেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য যেখানে বসেছেন, তার চারদিক ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় পুলিশের তরফ থেকে। নিরাপত্তার কারণ দেখিয়ে মিডিয়াকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। এদিন তৃণমূল নেত্রীর ধর্না মঞ্চে নেই তৃণমূলের কোনও নেতা-কর্মী। সেখানে করা অস্থায়ী ছাউনির তলায় মমতা বন্দ্যোপাধ্যায় একাই রয়েছেন। সেখানে দলীয় কোনও পতাকা, ফেস্টুন কিংবা ব্যানারও রাখা হয়নি।

ধরনাস্থলে বসে ছবি আঁকছেন মমতা

ধরনাস্থলে বসে ছবি আঁকছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে ধরনাস্থলে যাওয়ার কিছুক্ষণ পরেই নিজের সঙ্গে আনা ব্যাগ থেকে রং-তুলি বের করে ছবি আঁকতে শুরু করেন। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চে বসার পর থেকে নির্বাচন কমিশনের তরফে হাবরার বিজেপি প্রার্থী রাহুল সিনহার প্রচারের ওপরে ৪৮ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমিশন। পাশাপাশি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সতর্ক করা হয়েছে কমিশনের তরফে।

আপনি কি করোনার ভ্যাকসিন নিয়েছেন, তাহলে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে মিলছে বাড়তি সুদআপনি কি করোনার ভ্যাকসিন নিয়েছেন, তাহলে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে মিলছে বাড়তি সুদ

English summary
Mamata Banerjee sits on dharna against EC order without any permission from army
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X