কলকাতার রাস্তায় দাঁড়িয়ে 'ডুয়েট' গাইলেন মমতা! কবিগুরু-স্মরণে অভিনব উদ্যোগ
মঞ্চ নই, শ্রোতা নেই তো কী! গানে গানেই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন হল কলকাতায়। কবিগুরুর জন্মজয়ন্তীতে মাইক্রোফোন হাতে গান গাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁর মন্ত্রিসভার সদস্য তথা সুগায়ক ইন্দ্রনীল সেনের সঙ্গে ডুয়েট গেয়ে মুখ্যমন্ত্রী মাতিয়ে দিলেন রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীর অনুষ্ঠান। করোনার লকডাউনে সামাজিক দূরত্ব মেনেই হল অনুষ্ঠান।

সঙ্গীত পরিবেশন মমতা-ইন্দ্রনীলের
এই অনুষ্ঠানের কোনও মঞ্চ ছিল না। ক্যাথিড্রাল রোডের উপর দাঁড়িয়ে পালন হল রবীন্দ্রজয়ন্তী। একটি টেবিলে রবীন্দ্রনাথের প্রতিকৃতিকে ফুলসজ্জায় রাঙিয়ে দু-পাশে দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেন। ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে'... রবীন্দ্র গানেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।

শিল্পীরা বাড়িতে, অনুষ্ঠান ক্যাথিড্রাল রোডে
এরপরই দু-ঘণ্টার অনুষ্ঠান হল। না, কোনও শিল্পী ছিলেন না সেখানে। ছিলেন না কোনও শ্রোতা। উপস্থিত ছিলেন শুধু উপস্থাপক ইন্দ্রনীল সেন! তাতেই অনুষ্ঠান চলল দু-ঘণ্টা। শিল্পী না থাকলে অনুষ্ঠান হয় নাকি, শিল্পীরা ছিলেন প্রত্যেকের বাড়িতে। তাঁরা করোনা লকডাউনে বাড়ি থেকেই সঙ্গীত পরিবেশন করলেন, আবৃত্তি করলেন।

শিল্পীদের তালিকায় ছিল যাঁদের নাম
কে ছিলেন না সেই শিল্লীদের তালিকায়। ইন্দ্রনীল তো ছিলেনই, ছিলেন প্রমিতা মল্লিক, জয় গোস্বামী, ইন্দ্রাণী সেন, সুবোধ সরকার, শ্রাবণী সেন, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শান্তনু রায়চৌধুরী, স্বপন বসু, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি, লোপামুদ্রা মিত্র, সুরজিৎ চট্টোপাধ্যায়, সোমলতা আচার্য প্রমুখ।
গায়ক-গায়িকাদের গান, কবিদের কবিতা
গোটা অনুষ্ঠানটাই নিজে হাতে সাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার করোনা লকডাউনের জেরে রবীন্দ্রজয়ন্তী পালন নিয়ে ঘোর সঙ্কট তৈরি হয়েছিল। সেই সঙ্কটের নিরসন করে অভিনব কায়দায় রবীন্দ্রজয়ন্তী পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গায়ক-গায়িকাদেরদের দিয়ে বাড়ি থেকে গান ও কবিদের কবিতা পাঠের আইডিয়াও তাঁরই।

মদের দোকান খোলার প্রতিবাদ, শতাধিক মহিলা সিপিএম কর্মীকে লাঠিপেটা করল পুলিস