For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বড়মাকে জানাই প্রণাম’, মতুয়া মহাসংঘে উপহার পাঠিয়ে শুভেচ্ছা-বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হয়েও ভোলেননি বড়মাকে। আজও তিনি মায়ের মতোই দেখেন তাঁকে। তাই পুজোর আগে প্রকৃত মেয়ের মতোই পুজো উপহার পাঠালেন বড়মাকে।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী হয়েও ভোলেননি বড়মাকে। আজও তিনি মায়ের মতোই দেখেন তাঁকে। তাই পুজোর আগে প্রকৃত মেয়ের মতোই পুজো উপহার পাঠালেন বড়মাকে। প্রত্যেক বছরের মতো এবছরও পুজোর আগে বড়মার হাতে ফল ও শাড়ি তুলে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার পৌঁছে যায় বড়মার কাছে।

‘বড়মাকে জানাই প্রণাম’, শুভেচ্ছা-বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পৌছে দেন পুজো উপহার। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি নিজে আসবেন মায়ের আশীর্বাদ নিতে। বড়মায়ের জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে।

বিরোধী নেত্রী থেকে শুরু করে রেলমন্ত্রী থাকাকালীনও বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু'হাত ভরে পুজোর উপহার পাঠিয়েছেন ঠাকুরনগরের মতুয়া মহাসংঘে। এবারও তার অন্যথা হল না। মতুয়া মহাসংঘের প্রধান পৃষ্ঠপোষক বড়মা বীনাপাণি দেবীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক মা ও মেয়ের। সেই সম্পর্কের নিরিখেই উপহার পাঠালেন মমতা।

ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়। মতুয়া মহাসংঘের সহ সভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন, আমরা প্রতিবছরই মুখ্যমন্ত্রীর কাছে থেকে এই উপহার পাই। তিনি নিজের মেয়ের মতোই বড়মাকে পুজোর উপহার পাঠান, শুভেচ্ছা জানান। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা ছিলেন, তখনও তিনি যা করে এসেছেন, আজও তার অন্যথা হয় না।

English summary
CM Mamata Banerjee sends gift of Durgapuja to Binapani Devi of Matua MahaSangha. She sends Cloths and fruits for Baro Maa.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X