For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্ল্যাকমানি ফেরত দাও বিজেপি, কাটমানির বদলায় নব আন্দোলনের ডাক দিলেন মমতা

শনিবারই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেতাদের গাড়ি আটকানোর হুমকি দিয়েছিলেন। বলেছিলেন কাটমানির টাকা ফেরত না দেওয়া পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে।

Google Oneindia Bengali News

কাটমানির বদলা ব্ল্যাকমানি আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ধর্মতলায় একুশের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ব্ল্যাকমানি তোপ দাগলেন। তিনি বলেন, আগে ব্ল্যাকমানি ফিরিয়ে দাও। বিজেপি ভোটে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, সেই টাকা কোথা থেকে পেল বিজেপি, প্রশ্ন তুললেন মমতা।

জনতার টাকা ফেরত দিন

জনতার টাকা ফেরত দিন

মমতা বলেন, ওই টাকা জনতার টাকা। জনগণের সেই টাকা ফিরিয়ে দাও। ব্ল্যাকমানি ফেরতের দাবিতে তাই নয়া কর্মসূচির ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাটমানির কথা বলেছিলাম মহৎ উদ্দেশ্য নিয়ে। কিন্তু তা নিয়ে বিজেপি কাজকর্ম নেই রাস্তায় বসে রাজ্যকে অশান্ত করছে।

নোটবন্দি করে টাকা আত্মসাৎ

নোটবন্দি করে টাকা আত্মসাৎ

মমতা বলেন, বিজেপি নোটবন্দি করেছে, সেই টাকা আত্মসাৎ করে বিজেপি ভোট করেছে। নোটবন্দি করা হয়েছিল ব্ল্যাকমানি ফেরতের কথা বলে। একটাও ব্ল্যাকমানি ফেরেনি। ১৫ লক্ষ টাকা করে জনতার অ্যাকাউন্টে জমা পড়েনি। উল্টে মানুষ কাজ হারিয়েছেন। কর্মসংস্থানে প্রভাব পড়েছে।

১৮টা আসনে জিতে সাপের পাঁচ পা দেখেছে

১৮টা আসনে জিতে সাপের পাঁচ পা দেখেছে

মমতা বলেন, বিজেপি মাত্র ১৮টা আসনে জিতে সাপের পাঁচ পা দেখেছে। বিজেপি জেনে রাখো আমরা ২৬টা সিট জিতেছিলাম ২০০৯-এ। তারপরও একটা পার্টি অফিসেও হাত দিইনি। বিজেপি চুরি করে ১৮টা আসনে জিতেই বদলা নিতে শুরু করেছে। জেনে রাখো, তোমরা ১৮, বাকি ২৪টায় আমরা। মমতা বলেন, বাংলায় বিজেপি পরগাছা। বিজেপির কংগ্রেস-সিপিএমের প্রশ্রয়ে এত বাড় বাড়ছে।

English summary
Mamata Banerjee says to build movement in demand of black money return. She says this from Dharmatala Shahid Divas’s stage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X