For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিয়রে 'ইয়াস', বাড়ি থেকে বেরোবেন না, রাজ্যবাসীকে নিরাপদে থাকার জন্য সতর্ক করলেন মমতা

শিয়রে 'ইয়াস', বাড়ি থেকে বেরোবেন না, রাজ্যবাসীকে নিরাপদে থাকার জন্য সতর্ক করলেন মমতা

Google Oneindia Bengali News

বাড়ি থেকে বেরোবেন না। যতটা সম্ভব বাড়িতে থেকেই কাজ করুন। রাজ্যবাসীকে নিরাপদে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে নিরাপদে থাকার থাকার জন্য বাড়িতে থাকার পরামর্শ দিেয়ছেন তিনি। আজ রাতে নবান্নেই থাকছেন মমতা। ভোর থেকে ইয়াসের উপর নজর রাখবেন। বুধবার সকাল থেকেই ল্যান্ডফল শুরু হবে ঘূর্ণিঝড় ইয়াসের।

 বাড়ছে বৃষ্টির দাপট

বাড়ছে বৃষ্টির দাপট

বাড়ছে বৃষ্টির দাপট। ইয়াসের ল্যান্ড ফল হতে আর ১৭ থেকে ২০ ঘণ্টা বাকি। তার আগেই শুরু হয়ে গিয়েছে প্রবল বর্ষ্টি। দিঘা উপকূলে ভয়ঙ্কর হয়ে উঠেছে সমুদ্র। উত্তাল তার ঢেউ। আছড়ে পড়ছে উপকূলে। ২০ ফুটের চেয়েও উঁচু তার উচ্চতা। ইয়াসের দাপটে সুন্দর বন সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।সুন্দরবনের নীচু এলাকা গুলি ইতিমধ্যেই প্লাবিত হয়ে গিয়েছে।

রাত জাগবেন মমতা

রাত জাগবেন মমতা

বিপর্যয়ের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। কিন্তু রাজ্যের মানুষকে রক্ষা করা প্রধান কাজ। রাজ্যের মানুষের পাশে আছি। বার্তা দিয়েই আজ রাতে নবান্নেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কন্ট্রোলরুম খোলা হয়েছে। সেখানে থেকেই রাতভর ইয়াসের গতিবিধির উপর নজর রাখবেন মুখ্যমন্ত্রী। সকালে ইয়াসের ল্যান্ডফল করার কথা। কীভাবে কোথায় ইয়াস আছড়ে পড়ল সেদিকে নজর রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ইয়াস বিপর্যয় মোকাবিলার কাজও এখান থেকেই সামলাবেন তিনি।

 বাড়িতেই থাকুন

বাড়িতেই থাকুন

নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন বাড়িতেই নিরাপদে থাকুন। বাড়ি থেকে বেরোবেন না। বাড়িতে থেকে মোবাইলে কাজ সারার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। িতনি বলেছেন,বাড়িতে থেকে কাজ করুন। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাড়ির বাইরে না বেরোনোই উচিত।

 ইয়াসের আগে টর্নোডে

ইয়াসের আগে টর্নোডে

একদিকে যখন চোখ রাঙাচ্ছে ইয়াস। ঠিক তখনই রাজ্যের তিন এলাকায় দাপিয়ে গেল টর্নেডো। হালিশহর, চঁূচড়া, বীজপুর তিন জায়গাতেই বিকেলে দেখা গিয়েছে টর্নেডো। কয়েক মিনিটের বিধ্বসী ঝড় ৪০টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ২জনের প্রাণ গিয়েছে। ইয়াসের আগমন বার্তা নিয়ে হাজির হয়েছিল এই টর্নোডো এমনই জানিয়েছেন আবহাওয়া বিদরা।

English summary
Mamata Banerjee says stay safe at home ahed of Cyclone yaas hit Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X