For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় রাজ্যে যুদ্ধকালীন পরিস্থিতি! লকডাউন সমাধান নয়, টেলি মেডিসিনের নম্বর জানালেন মমতা

করোনা (coronavirus) মোকাবিলায় রাজ্যে টাস্কফোর্স তৈরি করা হয়েছে। রাজ্য সরকার সবরকমের ব্যবস্থা করছে। আতঙ্কের কোনও কারণ নেই। এদিন মালদহের নারায়ণপুরের এক বেসরকারি হোটেলে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন মম

  • |
Google Oneindia Bengali News

করোনা (coronavirus) মোকাবিলায় রাজ্যে টাস্কফোর্স তৈরি করা হয়েছে। রাজ্য সরকার সবরকমের ব্যবস্থা করছে। আতঙ্কের কোনও কারণ নেই। এদিন মালদহের নারায়ণপুরের এক বেসরকারি হোটেলে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়(mamata banerjee) । মুখ্যমন্ত্রী এদিন বলেন, তিনি এই সাংবাদিক সম্মেলন করছেন মুখ্যমন্ত্রী হিসেবে। এটা কোনও রাজনৈতিক বৈঠক নয় বলেও জানিয়েছেন তিনি।

সেকেন্ড করোনা, আতঙ্কের কারণ নেই

সেকেন্ড করোনা, আতঙ্কের কারণ নেই

মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ফার্স্ট করোনা হয়ে গিয়েছে। এটা সেকেন্ড করোনা। টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। রাজ্য সরকার সব ব্যবস্থা করছেন এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

৩-৪ দিনে বেড বাড়বে সাড়ে ৪ হাজার

৩-৪ দিনে বেড বাড়বে সাড়ে ৪ হাজার

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এরই মধ্যে সরকারি হাসপাতালগুলিতে একহাজার বেড বাড়ানো হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে আরও সাড়ে চারহাজার বেড বাড়ানো হবে। তিনি বলেন, পরিস্থিতির মোকাবিলায় ৫৮ টি বেসরকারি হাসপাতালকে নেওয়া হয়েছে। তিনি বলেছেন, বিভিন্ন হোটেলকেও হাসপাতালগুলির সঙ্গে যুক্ত করা হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলিতে বেড বাড়াতে স্বাস্থ্যসচিব কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি। সারা রাজ্য জুড়ে ৪০০ অ্যাম্বুলেন্স কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সেফ হোমে ১১ হাজার বেড

সেফ হোমে ১১ হাজার বেড

এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে। যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়ামে সেফ হোম তৈরি করা হচ্ছে। অন্যদিকে আগেরবার গীতাঞ্জলি স্টেডিয়ামে সেফ হোম তৈরি করা হলেও এবার ভোটের কারণে তা গিয়েছে কমিশনের হাতে। একই পরিস্থিতি সল্টলেক স্টেডিয়ামও। এছাড়াও নির্বাচন কমিশন অনেক সরকারি বাড়ি নিয়েছে। না হলে সেগুলিতেও সেফ হোম তৈরি করা যেত। রাজ্যে আটদফায় করা নির্বাচন নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনও হয়তো নির্বাচনের দিন নির্দিষ্ট করার সময় করোনার কথা বুঝতে পারেনি।

নাইট কার্ফু সমাধান নয়

নাইট কার্ফু সমাধান নয়

করোনা ঠেকাতে একাধিক রাজ্যে নাইট কার্ফুর সিদ্ধুন্ত নিয়েছে। এব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, নাইট কার্ফু কোনও সমাধান নয়। রাজ্যে যুদ্ধকালীন পরিস্থিতি। সেই পরিস্থিতিতে যাঁদের সম্ভব, তাঁদেরকে ঘরে থেকেই কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভ্যাকসিন এবং ওষুধ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী বলেন, এব্যাপারে তিনি রবিবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তবে কেন্দ্রীয় সরকার অনুমতি না দিলে তা করা সম্ভব নয়। এদিন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের ২৪ ঘন্টা টেলিমেডিসিনের হেল্প লাইনের নম্বরও জানিয়েছেন। সেই নম্বরটি হল 1800 313 444 222। ২৪ ঘন্টা, সাতদিন এই টেলি মেডিসিন খোলা থাকছে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

ফের একবার ভোটের দফা কমানোর দাবি, ১৫ মিনিটে ভাষণে করোনার বাড়-বাড়ন্ত নিয়ে বিজেপিকেই নিশানা মমতারফের একবার ভোটের দফা কমানোর দাবি, ১৫ মিনিটে ভাষণে করোনার বাড়-বাড়ন্ত নিয়ে বিজেপিকেই নিশানা মমতার

English summary
Mamata Banerjee says state govt is making all possible steps to counter second wave of Covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X