For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটে লড়তে সিঙ্গুর ছেড়ে নন্দীগ্রামকেই কেন বেছে নিয়েছেন মমতা, প্রচারের শেষ দিনে জানিয়ে দিলেন দিদি

ভোটে লড়ৃতে সিঙ্গুর ছেড়ে নন্দীগ্রামকেই কেন বেছে নিয়েছেন মমতা, প্রচারের শেষ দিনে জানিয়ে দিলেন দিদি

  • |
Google Oneindia Bengali News

১৯ ডিসেম্বর মেদিনীপুরের বুকে শুভেন্দু অধিকারী যোগ দিয়েছিলেন বিজেপিতে। এর কয়েক দিন বাদে নন্দীগ্রামে সভা করে মমতা জানিয়ে দিয়েছিলেন যে তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চান। সেই ইচ্ছায় শিলমোহর তিনি দিয়ে দেন প্রার্থী তালিকা ঘোষণার দিন। জানিয়ে দেন যে কথা তিনি দিয়েছেন, সেই কথা তিনি চিরকালই রাখেন।

 নন্দীগ্রামে পা রাখা নিয়ে মমতা

নন্দীগ্রামে পা রাখা নিয়ে মমতা

এদিন সোনাচূড়ায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত এক অন্য মেজাজে দেখা গেল। প্রসঙ্গত, গত ৩০-৩৫ বছরের ইতিহাসে বাংলা যে লড়াই দেখেনি সেই লড়াই এবার দেখতে চলেছে বলে খবর। নন্দীগ্রামে মমতা এদিন দীর্ঘপথ আহত অবস্থাতেই অতিক্রম করেন প্রবল রোদের মধ্যে। গরমের দাপট সহ্য করে অগ্নিকন্যার বক্তব্য, একবার তিনি যখন নন্দীগ্রাম পা রেখেছেন , তকন তিনি তা ছেড়ে যাবেন না। তিনি বলেন, 'নন্দীগ্রাম আমার জায়গা, আমি এখানে থাকব।'

কেন সিঙ্গুর নয়, কেন নন্দীগ্রাম?

কেন সিঙ্গুর নয়, কেন নন্দীগ্রাম?

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি চাইলে যে কোনও আসন থেকে লড়তে পারতেন। তবে তিনি নন্দীগ্রামকেই বেছে নিয়েছেন। মমতা জানান, নন্দীগ্রামের মা, বোনেদের সম্মান জানাতে আর নন্দীগ্রামের আন্দোলনকে সম্মান জানাতে তিনি সিঙ্গুর ছেড়ে নন্দীগ্রামকে বেছে নিয়েছেন ভোটের লড়াইয়ের জন্য।

 ভিন রাজ্যের পুলিশ নিয়ে ক্ষোভ মমতার

ভিন রাজ্যের পুলিশ নিয়ে ক্ষোভ মমতার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রামকে আমি মডেল নন্দীগ্রাম করে দেব। হলদিয়া নন্দীগ্রামের মধ্যে ব্রিজ হবে। এমন এক বক্তব্য রাখার পাশাপাশিই মমতা বলেন, ভিন রাজ্য় থেকে পুলিশ এসে মানুষদের ওপর অত্যাচার করছে। আর এই নিয়েই এদিন সুর চড়ান তৃণমূল সুপ্রিমো।

নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু এখন দুই ব্লকের লড়াই, মেরুকরণের আবহে এগিয়ে কে?নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু এখন দুই ব্লকের লড়াই, মেরুকরণের আবহে এগিয়ে কে?

English summary
Mamata Banerjee says She choose Nandigram over Singur, during a rally in Sona chura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X