For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে এনআরসি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিতকে 'জবাব' মুখ্যমন্ত্রী মমতার!

মোদী সরকার দ্বিতীয়বারের জন্য তখতে আসার পর কয়েকমাস আগেই দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

মোদী সরকার দ্বিতীয়বারের জন্য তখতে আসার পর কয়েকমাস আগেই দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দিল্লি থেকেই মমতা জানিয়ে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর এনআরসি নিয়ে কোনও কথা হয়নি।ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। এরপর আজ দিল্লিতে রাজ্যসভায় যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন যে এনআরসি সারা দেশে লাগু করা হবে, তখন বাংলার সাগরদিঘীর সভা থেকে মমতা সাফ জানিয়ে দিলেন বাংলায় তিনি এনআরসি হতে দেবেন না।

রাজ্য সভায় অমিত শাহ

রাজ্য সভায় অমিত শাহ

এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে দেন যে, সারা দেশে এনআরসি লাগু হবেই। আর সেবিষয়ে কোনও ধর্মের মানুষকেই ভয় পেতে হবে না।

অমিত বনাম মমতা, প্রসঙ্গ এনআরসি

অমিত বনাম মমতা, প্রসঙ্গ এনআরসি

এদিন সাগরদিঘীর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সদর্পে জানিয়ে দিয়েছেন, বাংলার মানুষদের কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নিতে পারবেন না কেউই। মমতা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর সরকার কিছুতেই ধর্মের ভিত্তিতে ভাগাভাগি বরদাস্ত করবে না।

 'সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিইনা'

'সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিইনা'

এদিন সাগরদিঘীর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা কোনও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিইনা।... ' এরপরই তিনি সুর চড়িয়ে বলেন, 'এনআরসি জেনে রাখবেন আমরা বাংলায় করতে দেবনা.. দেবনা.. দেবনা। যা বলছি এটা মাথায় রাখবেন।'

এনআরসি 'খুড়োর কল'!

এনআরসি 'খুড়োর কল'!

এদিন এনআরসিকে কার্যত 'খুড়োর কল ' বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, এই এনআরসি তিনি বাংলার মাটিতে কিছুতেই লাগু হতে দেবন না। তিনি বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে কোনও সমস্যাই তিনি হতে দেবেন না।

English summary
Mamata Banerjee says NRC will not be applicable in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X