For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মোদীকে রাবণের মতো দেখতে,.. মিথ্যুক', বাঁকুড়ায় ভোট-ভোল্টেজ চড়িয়ে ঝাঁঝালো মমতা

বাঁকুড়ার মাটিতে ভোট ভোল্টেজ চড়িয়ে ফের একবার মোদীর বিরুদ্ধে ঝাঁঝালো মেজাজে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

বাঁকুড়ার মাটিতে ভোট ভোল্টেজ চড়িয়ে ফের একবার মোদীর বিরুদ্ধে ঝাঁঝালো মেজাজে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোদীর বিরুদ্ধে একের পর এক তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারি নিয়ে বড়সড় তোপ দাগেন। পাশাপাশি নিজের চেনা ভঙ্গিতে মোদীকর বিরুদ্ধে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

'রাবণের মতো দেখতে'

'রাবণের মতো দেখতে'

মমতা এদিন মোদীর বিরুদ্ধে কটাক্ষ করে তাঁর চেহারার সঙ্গে রাবণের তুলনা করেন। মমতা বলেন, তাঁর পরিবার সম্পর্কে প্রশ্ন না তুলে মোদীর উচিত নিজের পরিবারের খবর রাখা। তিনি বলেন, মোদী নিজের স্ত্রীয়ের খবর রাখেন না। মোদীর 'মুখের ভাষা ' নিয়েও প্রশ্ন তোলেন মমতা। এরপরই মমতা বলেন,'দেখতে একেবারে .. ৫৬ ইঞ্চি থেকে .. একেবারে রাবণের মতো চেহারা..'।

ভারতীয় ইতিহাস নিয়ে চ্যালেঞ্জ

ভারতীয় ইতিহাস নিয়ে চ্যালেঞ্জ

এদিন জনসভায় মমতা বলেন, মোদী কোনও হোমওয়ার্ক ছাড়াই বিভিন্ন সভায় বক্তৃতা দেন। খোলা সভায় মমতা মোদীকে চ্যালেঞ্জ করে জানান, মোদী যেন ভারতীয় ইতিহাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে বসেন।

[আরও পড়ুন: '৪২ জন প্রার্থী তুলে নেওয়ার হুমকি', মোদীকে সরাসরি চ্যালেঞ্জে মমতা তুললেন গোপন 'পেনড্রাইভ' প্রসঙ্গ ][আরও পড়ুন: '৪২ জন প্রার্থী তুলে নেওয়ার হুমকি', মোদীকে সরাসরি চ্যালেঞ্জে মমতা তুললেন গোপন 'পেনড্রাইভ' প্রসঙ্গ ]

'টাকা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে'

'টাকা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে'

এদিন মমতা অভিযোগ করেন,মোদী এতটাই মিথ্যুক যে তাঁর কাউন্সিলর হওয়ারও যোগ্যতা নেই। মমতার দাবি, গ্রামসভার একজন সদস্যও এত মিথ্যে কথা বলেন না,যতটা মোদী বলেন। পাশাপাশি, মমতার দাবি, টাকা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন মোদী।

[আরও পড়ুন: মমতার 'হিন্দি'র জবাবে মোদীর 'বাংলা' ভাষায় ভাষণ! বাঁকুড়া ভোট-পারদ চড়িয়ে জারি গড় দখলের লড়াই ][আরও পড়ুন: মমতার 'হিন্দি'র জবাবে মোদীর 'বাংলা' ভাষায় ভাষণ! বাঁকুড়া ভোট-পারদ চড়িয়ে জারি গড় দখলের লড়াই ]

English summary
Mamata Banerjee says Modi Looks Like Ravana , in tmc rally Of Bankura .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X