জিএসটি নিয়ে এবার মমতার কোপে মোদী সরকার, কী বললেন মুখ্যমন্ত্রী
জিএসটি নিয়ে চরম বিপাকের মধ্যে পড়েছে মোদী সরকার। সেই সুযোগে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শান দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে জিএসটি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। সব জিনিসের উপর জিএসটি চাপিয়ে সাধারণ মানুষকে নিঃস্ব করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার আক্রমণ শানিয়েছেন মমতা।

জিএসটি নিয়ে আক্রমণ
করোনা পরিস্থিতির মধ্যেও জিএসটি আদায় করে চলেছে মোদী সরকার। এক কাপ চা খেতে গেলেও জিএসটির টাকা দিতে হচ্ছে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এই নিয়ে সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। সাধারণ মানুষের উপর জিএসটির বোঝা চাপিয়ে দিয়েছে মোদী সরকার। যার জেরে জিনিসের দাম হু হু করে বাড়ছে।

রাজ্যের উপর চাপ বাড়াচ্ছে মোদী
জিএসটি নিয়ে এবার রাজ্যগুলির উপর চাপ বাড়াচ্ছে মোদী সরকার। করোনা পরিস্থিতির মধ্যে কেন্দ্রের বিপুল পরিমান জিএসটি ঘাটতি হয়েছে। সেই ঘাটতি পূরণে এবার রাজ্য গুলির উপর চাপ তৈরি করা হবে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জিএসটি আদায়ে ঘাটতি
করোনা পরিস্থিতিতে বিপুল পরিমান জিএসটি ঘাটতি হয়েছে কেন্দ্রের। প্রায় আড়াই লক্ষ কোটি টাকা ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি পূরণে এক প্রকার দিশেহারা কেন্দ্র। কোন পথে ঘাটতি পূরণ হবে তা নিয়ে রীতিমত চিন্তায় রয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

টাকা দিচ্ছে না কেন্দ্র
রাজ্যের বিপুল পরিমান প্রাপ্য টাকা বকেয়া পড়ে রয়েছে। সেই টাকা এখনও মোদী সরকার দিচ্ছে না। উল্টে টাকা কেটে নিয়ে যাচ্ছে। আম্ফানের ক্ষতিপূরণে বিপুল টাকা খরচ হয়েছে রাজ্যের কোষাগার থেকে। তারপরেই রাজ্যের সব কর্মীদের বেতন দিয়ে চলেছে রাজ্য সরকার। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আন্দোলন জোরদার করার ডাক দিয়েছেন মমতা।

ভয়াবহ ভারতবর্ষের দিকে এগোচ্ছি আমরা! মোদীকে 'মন কা বাতে’র খোঁচা মমতার