For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মুখ ফস্কালো! মুখ্যমন্ত্রী মমতার ভাষণে সীতা হলেন রামের 'মা'

বিষ্ণুমাতার রেশ কাটতে না কাটতেই এবার সীতাকে রামচন্দ্রের মা বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

বিষ্ণুমাতার রেশ কাটতে না কাটতেই এবার সীতাকে রামচন্দ্রের 'মা' বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। এদিন পুরুলিয়ার কোটশিলার সভায় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, নির্বাচন এলেই রামচন্দ্র সীতা মাইয়াকে ডাকে।

মমতার ভাষণে সীতা হলেন রামের মা

মমতার ভাষণে সীতা হলেন রামের মা

সভায় মুখ্যমন্ত্রী বলেন, তিনি মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, শিব সব দেবতার ভক্ত। বিজেপির বিরুদ্ধে বাংলায় ধর্ম বেঁচে রাজনীতি করার অভিযোগ করে মমতা বলেন, রাজ্যে এটা তিনি বরদাস্ত করবেন না। তিনি বলেন, ইলেকশন এলেই রামচন্দ্র সীতামাইয়াকে ডাকে আর বলে সীতা মা, সীতা মা ভারতে ভোট এসে গিয়েছে। সীতা তখন বলে কেন? কেন? উত্তরে রামচন্দ্র বলেন, পাঁচ বছর পর বিজেপি আমার নাম স্মরণ করছে।

মমতার মুখে বিষ্ণু হয়েছিলেন 'মাতা'

মমতার মুখে বিষ্ণু হয়েছিলেন 'মাতা'

গতবছরে ভগবান বিষ্ণুকে মাতা বলে সম্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও সেই ভিডিও পরীক্ষা করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি। রীতি মতো বিতর্ক ছড়ায় বিষ্ণু কী ভাবে স্ত্রী লিঙ্গ হলেন।

সিধু-কানু ও ডহরবাবু

সিধু-কানু ও ডহরবাবু

কলকাতায় সাঁওতাল বিদ্রোহের স্মৃতিতে হওয়া অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বামফ্রন্ট সরকার সিধু কানু ডহরবাবুদের পরিবারের জন্য কিছু করেনি। তারা সিধু বাবু, কানু বাবুর পরিবারকে হাজির করেছেন, কিন্তু ডহরবাবুর পরিবারকে পাওয়া যায়নি। যদিও সাঁওতালি ভাষায় ডহর শব্দের অর্থ সড়ক।

 'স্বাধীনতার আগের দিন রবীন্দ্রনাথ ছুটে গিয়েছিলেন গান্ধীজির কাছে'

'স্বাধীনতার আগের দিন রবীন্দ্রনাথ ছুটে গিয়েছিলেন গান্ধীজির কাছে'

মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, স্বাধীনতা দিবসের আগের দিন দাঙ্গার প্রতিবাদে বেলেঘাটায় অনশনে বসেছিলেন গান্ধীজি। উদ্বিগ্ন রবীন্দ্রনাথ ছুটে গিয়েছিলেন তাঁর কাছে। কবিগুরুর হাত থেকে লেবুর সরবত খেয়ে অনশন ভঙ্গ করেছিলেন গান্ধীজি।

English summary
Mamata Banerjee says from Purulia meeting that, sita was the mother of lord Ram. Mamata had madesame type of controversial comments before.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X