For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের রাজনৈতিক মারপ্যাঁচে জড়িয়ে গেল নেতাজির নাম! ফাইল প্রকাশ ইস্যুতে কেন্দ্রকে চাপ মমতার

Google Oneindia Bengali News

অন্তর্ধান দিবসে তাঁকে স্মরণ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী। ১৯৪৫ সালের ১৮ অগাস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে দাবি করেন অনেক বিশেষজ্ঞ। যদিও এই দাবির স্বপক্ষে এখনও কোনও পোক্ত প্রমাণ নেই। তবে এইদিনের পর আর খোঁজ পাওয়া যায়নি নেতাজির। সেই বিষয় নিয়েই ফের কেন্দ্রকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুভাষচন্দ্র বসুর সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা জানার অধিকার মানুষের আছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নেতাজিকে স্মরণ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নেতাজিকে স্মরণ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ সুভাষ বসুর অন্তর্ধান দিবেস তাঁকে স্মরণ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইক্ষেত্রেও অন্তর্ধানের রহস্য প্রসঙ্গ আসে। তিনি লেখেন, '১৯৪৫ সালে আজকের দিনেই নেতাজি তাইওয়ান থেকে বিমানে চড়েছিলেন। তারপরের খবর আর জানা যায়নি। আমরা এখনও জানি না তাঁর সঙ্গে কী ঘটেছিল। তাঁর সঙ্গে কী ঘটেছিল জানার অধিকার আছে জনগণের।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেতাজির ফাইল প্রকাশ করেছিল

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেতাজির ফাইল প্রকাশ করেছিল

এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেতাজির ফাইলগুলি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেয়। রাজ্য সরকারের অধীনে থাকা ৬৪টি ফাইল ১৮ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। কলকাতা পুলিশের সংগ্রহশালায় রাখা হয় ফাইলগুলিকে।

বাকি ফাইল প্রকাশ্যে আনার আবেদন

বাকি ফাইল প্রকাশ্যে আনার আবেদন

কেন্দ্রের কাছেও অন্যান্য ফাইলগুলি প্রকাশ্যে আনার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। ফাইলগুলি প্রকাশ্যে এলে নেতাজির অন্তর্ধানের রহস্য কিছুটা স্পষ্ট হবে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা। এখনও অধরাই নেতাজির অন্তর্ধান রহস্য। নেতাজি সম্পর্কিত যে সব ফাইল প্রকাশ করা সম্ভব, তা প্রকাশ করা হয়েছে বলে কেন্দ্রের তরফে দাবি করা হলেও তা মানে না অনেকেই।

অন্তর্ধান তথ্য প্রকাশে স্বচ্ছতার দাবি

অন্তর্ধান তথ্য প্রকাশে স্বচ্ছতার দাবি

এর আগে নেতাজির ৭৫তম অন্তর্ধান দিবসের কয়েকদিন আগে ফাইল প্রকাশ্যে আনার বিষয়টিকে আরও একবার উসকে দেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের তরফে নেতাজির এখনও সব ফাইল প্রকাশ করা হয়নি। সম্প্রতিই নয়, এর আগেও সংসদের বাইরে ও ভিতরে বারবার নেতাজির অন্তর্ধান তথ্যে স্বচ্ছতার দাবি করে এসেছেন সুখেন্দুশেখর।

অন্তর্ধান দিবসকে মৃত্যুদিবস হিসেবে উল্লেখ করে বিজেপি-কংগ্রেস

অন্তর্ধান দিবসকে মৃত্যুদিবস হিসেবে উল্লেখ করে বিজেপি-কংগ্রেস

এদিকে বিজেপি নেতাজির অন্তর্ধান দিবসকে মৃত্যুদিবস হিসেবে উল্লেখ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক লেখে, 'আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, অদ্বিতীয় যোদ্ধা এবং দেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সেনানি নেতাজিকে তাঁর পূণ্য তিথিতে কোটি কোটি প্রণাম।' কংগ্রেস তো প্রথম থেকেই এটিকে মৃত্যু দিবস বলে উল্লেখ করে আসে। এদিন কংগ্রেসের টুইটে উল্লেখ করা হয়, 'নেতাজি একজন জাতীয় নায়ক। দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা ভারতীয়দের আদর্শ। তাঁর 'প্রয়াণ দিবসে' আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই।'

English summary
Mamata Banerjee says everyone has the right to know what happened to Netaji Subhash Chandra Bose
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X