For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার উপর কেন এত রাগ বিজেপির! এবার গোটা দেশেই হারবে, গর্জে উঠলেন মমতা

এবার গোটা দেশেই গোহারা হারবে। বুঝতে পেরে গিয়োছে বিজেপি, তাই বাংলায় উঁকি-ঝুঁকি মারছে। তাতে কোনও লাভ হবে না। এবার দিল্লিতে পরিবর্তন অবশ্যম্ভাবী।

Google Oneindia Bengali News

এবার গোটা দেশেই গোহারা হারবে। বুঝতে পেরে গিয়োছে বিজেপি, তাই বাংলায় উঁকি-ঝুঁকি মারছে। তাতে কোনও লাভ হবে না। এবার দিল্লিতে পরিবর্তন অবশ্যম্ভাবী। বুধবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে বিজেপিকে চরম বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফের বুঝিয়ে দিলেন বাংলাই এবার দিল্লিতে সরকার গড়তে মুখ্য ভূমিকা নেবে।

ভোট এলে ভোট চাইতে আসে বিজেপি

ভোট এলে ভোট চাইতে আসে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আজ পর্যন্ত রাজ্যের নাম বাংলা করতে পারল না কেন্দ্রের বিজেপি সরকার। এদের কি ভোট দেওয়া উচিত? আসলে বাংলার উপর খুব রাগ এদের। শুধু ভোট এলে এরা ভোট চাইতে আসে। বাংলায় এরা কিছু দেয় না, ভবিষ্যতেও কিছু দেবে না।

শুধু ভোট এলে এরা ভোট চাইতে আসে

শুধু ভোট এলে এরা ভোট চাইতে আসে

মমতার কথায়, বাংলায় বন্যা হলে কেউ আসে না। কোনও বিজেপি নেতার সেখানে দেখা পাওয়া যায় না। কি বাংলা, আর কি কেন্দ্র- কোনও নেতা তখন একবার উঁকিও দেয় না। এখন ভোট এসেছে, তাই ঘনঘন আসছে বাংলায়। মমতা বলেন, বাংলায় এসে ভোট চাইতে লজ্জা পায় না বিজেপির!

বাংলায় দাঙ্গা-হিংসার রাজনীতি করছে

বাংলায় দাঙ্গা-হিংসার রাজনীতি করছে

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি বাংলায় দাঙ্গা-হিংসার রাজনীতি করছে। এরা প্রকাশ্যে গদা-তলোয়ার নিয়ে মিছিল করছে, এটা বাংলার সংস্কৃতি নয়। আসলে এরা দাঙ্গা ছাড়া কিছু বোঝে না। আমরা সব ভাষাকে ভালোবাসি, আমরা সব ধর্মকে ভালোবাসি। আমরা ভেদাভেদ করি না।

সাত বছরে উন্নয়ন কর্মযজ্ঞ

সাত বছরে উন্নয়ন কর্মযজ্ঞ

এদিন মমতা তাঁর সরকারের সাত বছরে যে উন্নয়ন কর্মযজ্ঞ হয়েছে, তাও তুলে ধরেন এদিনের সভায়। বলেন, নদিয়ার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় হচ্ছে। সেই বিশ্ববিদ্যালয়কে কলকাতা, যাদবপুর, রবীন্দ্রভারতী বা প্রেসিডেন্সি কলেজের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: 'আমিও দুষ্টু কম নই...', ফোন ট্যাপিং থেকে বাঁচতে কোডে কথা বলেন মমতা! কী বললেন তৃণমূল সুপ্রিমো ][আরও পড়ুন: 'আমিও দুষ্টু কম নই...', ফোন ট্যাপিং থেকে বাঁচতে কোডে কথা বলেন মমতা! কী বললেন তৃণমূল সুপ্রিমো ]

বাংলায় বেকারত্ব ৪০ শতাংশ কমেছে

বাংলায় বেকারত্ব ৪০ শতাংশ কমেছে

তিনি বলেন, কৃষ্ণনগরে স্টেডিয়াম করেছি। জেলায় জেলায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে। সাত বছরে ২৮টি নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। এছাড়া ইস্কনে টাউনশিপ হচ্ছে। আইটি হাব হচ্ছে। সব মিলিয়ে বাংলায় বেকারত্ব ৪০ শতাংশ কমেছে।

[আরও পড়ুন:মোদীর 'মিষ্টি পাঠানো' মন্তব্যের পর 'রসগোল্লা খাওয়ানো' নিয়ে কী বললেন মমতা!][আরও পড়ুন:মোদীর 'মিষ্টি পাঠানো' মন্তব্যের পর 'রসগোল্লা খাওয়ানো' নিয়ে কী বললেন মমতা!]

English summary
Mamata Banerjee takes on Narendra Modi and BJP from Krishnanagar. Mamata Banerjeee says BJP will lose all over India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X