For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাসা থেকে ভাষা- একটাই নাম বাংলা! মোদী-কটাক্ষে বাংলাকে সেরার আসন মমতার

বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের প্রশসানিক সভা থেকে তাঁর স্পষ্ট বার্তা, শুধু দেশে নয়, বাংলা বিশ্বের দরবারে সেরার সেরা হবে।

  • |
Google Oneindia Bengali News

বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের প্রশসানিক সভা থেকে তাঁর স্পষ্ট বার্তা, শুধু দেশে নয়, বাংলা বিশ্বের দরবারে সেরার সেরা হবে। নাসা থেকে ভাসা, আমেরিকা থেকে লন্ডন- শুধু একটাই নাম থাকবে, সেই নাম হল বাংলা, বাংলা আর বাংলা। আমাদের লক্ষ্য বিশ্বসভায় বাংলাকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো।

নাসা থেকে ভাষা- একটাই নাম বাংলা! মোদী-কটাক্ষে বাংলাকে সেরার আসন মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা কাউকে পরোয়া করে না। বাংলা জানে উন্নয়ন করতে, তাই কেন্দ্রের দিকে চেয়ে থাকে না। কখন কেন্দ্র কী করবে, সেই ভরসায় বসে থাকে না। প্রতিকূলতা সত্ত্বেও আমরা এগিয়ে চলার পথ করে নিই। সেই পথেই বাংলা এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এগিয়ে যাবে।

তাঁর কথায়, আজ বাংলা যে কাজ করে, গোটা দেশে সেই কাজ পরে শুরু করে। সমস্ত কাজেই বাংলা অগ্রগণ্য। কেন্দ্রের কোনও প্রকল্প তাই আমাদের প্রয়োজন হয় না। কারণ আমাদের সব প্রকল্প নিয়েই কেন্দ্র চলছে। নতুন কিছু করতে পারেনি কেন্দ্র। নতুন কিছু করতে জানে না। নাম না করেই মোদী সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: মোদী নিশানায় 'বাঙালি তাড়াও-বিহারি খেদাও' তোপ, আশ্রয়ের অভয়বাণী বিলোলেন মমতা][আরও পড়ুন: মোদী নিশানায় 'বাঙালি তাড়াও-বিহারি খেদাও' তোপ, আশ্রয়ের অভয়বাণী বিলোলেন মমতা]

তিনি বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করেছে কেন্দ্র, আমাদের দেখাদেখি। সেই প্রকল্প আমাদের কন্যাশ্রীর কাছে পাত্তা পায় না। কন্যাশ্রী ইতিমধ্যেই বিশ্বের দরবার থেকে সেরার শিরোপা ছিনিয়ে এনেছে। কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াও কত নম্বরে রয়েছে, তা কেউ জানে না। তিনি এদিন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়ে প্রশ্ন ছুড়ে দেন মোদী সরকারের দিকে। বলেন,এই প্রকল্পে বরাদ্দ অতি অল্প, তা শুধু বিজ্ঞাপনেই খরচ হয়ে যায়।

[আরও পড়ুন: ২০১৯-এর পর কেড়ে নেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার! কেষ্টকে আর যা হুঁশিয়ারি দিলীপের][আরও পড়ুন: ২০১৯-এর পর কেড়ে নেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার! কেষ্টকে আর যা হুঁশিয়ারি দিলীপের]

আর একইসঙ্গে তিনি বলেন, বাংলাকে আমরা অসম হতে দেব না। তাঁর সাফ জবাব, যতই অসমে বাঙালি তাড়াও আর গুজরাট থেকে বিহারি খেদাও অভিযান চালাক কেন্দ্র, তাদের উদ্দেশ্যসিদ্ধ হবে না কোনওদিন। তিনি জানান, বিজেপি সবাইকে তাড়ালেও বাংলা তাঁদের আশ্রয় দেবে। বাংলা সব মানুষকে তার অধিকার দিয়েছে। যারা বিতাড়িত, তাঁদেরকেও অধিকার দেবে।

[আরও পড়ুন: খুনে বাধ্য করবেন না! ২০১৯-এ একটা সাটার নামবে, আর যা বললেন দিলীপ ঘোষ, দেখুন ভিডিও][আরও পড়ুন: খুনে বাধ্য করবেন না! ২০১৯-এ একটা সাটার নামবে, আর যা বললেন দিলীপ ঘোষ, দেখুন ভিডিও]

English summary
Mamata Banerjee says Bengal will be the best in world. She also attacks Narendra Modi Government on various project are failed,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X