For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাংলায় রাষ্ট্রপতি শাসন করলে আমারই ভালো', চাঞ্চল্যকর স্বীকারোক্তি খোদ মমতার!

Google Oneindia Bengali News

বহিরাগত তরজা তো ছিলই। গত কয়েকদিন ধরে এবার শুরু হয়েছে রাষ্ট্রপতিশাসন নিয়ে তরজা। এরই মাঝে এদিন জলপাইগুড়ির জনসভা থেকে মমতা চাঞ্চল্যকর দাবি করেন। এধিন তিনি বলেন, বিজেপির কাছে কেন্দ্রীয় সরকার রয়েছে। তারা চাইলেই রাষ্ট্রপতিশাসন দিতে পারে। দিয়ে দেখাক। অবশ্য আমারও ভালোই হবে। আমি সব জায়গায় গিয়ে প্রচার করতে পারব। আমি তোমাদের ভোট নিয়ে চলে যাব।

১৯ লক্ষ বাঙালি বাদ পড়েছেন অসমের এনআরসি থেকে

১৯ লক্ষ বাঙালি বাদ পড়েছেন অসমের এনআরসি থেকে

এদিন বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন এনআরসি ইস্যুও তোলেন। এদিন তিনি বলেন, '১৯ লক্ষ বাঙালি বাদ পড়েছেন অসমের এনআরসি থেকে। বাংলা কোনও অধর্মের কাজ করে না। আমি সবার কথা ভাবি। অসমের বোড়ো আদাবাসী ভাই বোনদের ক্যাম্পে এসেছিলাম।'

চম্বলের বড় বড় ডাকাতরা এসেছে বাংলায়

চম্বলের বড় বড় ডাকাতরা এসেছে বাংলায়

এদিন বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, 'চম্বলের বড় বড় ডাকাতরা এসেছেন বিজেপির হয়ে বাংলায় গুন্ডামি করতে। ওদের ধর্ম দাঙ্গা ধর্ম। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম নয়। ওদেরটা ঘৃণ্য ধর্ম। কোথাও বাঙালির সঙ্গে রাজবংশী, কখনও রাজবংশীদের সঙ্গে মুসলিমদের ঝামেলা লাগায় ওরা।'

অসভ্যতা করে বিজেপি

অসভ্যতা করে বিজেপি

এদিন মমতা আরও বলেন, 'বিজেপির প্রতিশ্রুতি মানেই প্রতারণা। বারপোস্টে বলটা লেগে চলে গেল বাইরে। বছরে দুই কোটি চাকরি দেবে বলেছিল। ছয় বছরে দুই লক্ষ চাকরিও দেয়নি। এখন ফর্ম দিচ্ছে, নির্বাচনের পর চলে যাবে। কোনও চাকরি দেবে না। লবডঙ্কা। ওরা শুধু কুকথা বলতে পারে। অসভ্যতা করে বিজেপি।'

দার্জিলিং ইস্যু নিয়ে মমতার অভিযোগ

দার্জিলিং ইস্যু নিয়ে মমতার অভিযোগ

দার্জিলিং নিয়ে এদিন মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 'দার্জিলিংয়ে পার্মানেন্ট সলিউশন তৃণমূলই আনতে পারবে। রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছি আমরা। রাজবংশী কালচারাল বোর্ড গড়ে দিয়েছি কোচবিহারে। ২৫ কোটি টাকা দিয়েছি সেখানে। রাজবংশী আবাস যোজনায় ১১০০ বাড়ি তৈরি হয়েছে। রাজবংশী ও কান্তাপুরী ভাষা আকাদেমি তৈরি করেছি। বিজেপি কী করেছে?'

English summary
Mamata Banerjee said that I want BJP to instate President's Rule so that I can go on Election rallies freely
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X