For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গুরে জমি ফেরতের কাজ আজ থেকেই শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১ সেপ্টেম্বর : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিঙ্গুরের জমি কি ভাবে কৃষকদের ফেরত দেওয় হবে তা ঠিক করতে নবান্নে আজ প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ণেম্দু বসু, ফিরহাদ হাকিম, বোচারাম মান্না, মলয় ঘটক সহ অন্যান্যরা। [সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ, ১২ সপ্তাহে ফেরত দিতে হবে জমি, নির্দেশ সুপ্রিম কোর্টের]

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, জমি ফেরতের জন্য আজই সরকারের পক্ষ থেকে নোটিশ জারি করা হবে।কাল থেকে শুরু হবে জমি জরিপের কাজ। এই কাজ ২ সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আর আদালতের কথা মতো ১০সপ্তাহের মধ্যেই কৃষকদের হাতে জমি ফিরিয়ে দেওয়া হবে বলে জনান মুখ্যমন্ত্রী। যে সব কৃষক আগে ক্ষতিপূরণ নেননি তাঁরা জমি এবং ক্ষতিপূরণ দুটোই পাবেন। যারা আগে ক্ষতিপূরণ নিযেছেন তাঁরা শুধুমাত্র জমি ফেরত পাবেন বলে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন। এছাড়া যে সমস্ত জমি এখন চাষযোগ্য অবস্থায় নেই সেই সমস্ত জমিকে চাষযোগ্য করেই কৃষকদের ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি জানান। [সিঙ্গুরের রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন]

সিঙ্গুরে জমি ফেরতের কাজ কাল থেকেই শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সিঙ্গুরে যে জমি অধিগ্রহণ করেছিল আগের বাম সরকার সেই জমির মধ্যে যদি কোন বর্গাদারের জমি থেকে থাকে সে জমিও বর্গাদারদের ফিরিয়ে দেওয়া হবে বলে আজকের সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। এই সামগ্রিক কাজ আদালতের দেওয়া সময়ের মধ্যে সম্পূর্ণ করার জন্য আজ থেকেই প্রশাসনিক কর্তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। [সিঙ্গুরে হারানো জমি ফিরে পেয়ে উৎসবে সামিল সাধারণ মানুষ]

যে সমস্ত কৃষক আগে ক্ষতিপূরণ নেননি, তাদের ক্ষতিপূরণের দেওয়ার জন্য জেলা প্রশাসনের এবং জেলা শাষকের সাহায্য নেওয়া হবে। আদালতের দেওয়া সময়সীমার মধ্যেই কৃষকদের জমি ফেরত দেওয়া হবে বলে এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। [সিঙ্গুর রায় নিয়ে কোন রাজনৈতিক দল কী বলছে!]

উল্লেখ্য মুখ্যমন্ত্রী আজ রোম সফরে যাচ্ছেন। ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে সেইন্টহুড দেওয়া হবে সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Mamata banerjee said land handed over to the farmer aCcording to court order
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X