For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের গড়ে বড় জয় মমতার! বিজেপিকে হারিয়ে নৈহাটি পুরসভা দখল তৃণমূল কংগ্রেসের

আস্থা ভোটে বুধবারই নির্ধারিত হল নৈহাটি পুরসভার ভাগ্য। উত্তর ২৪ পরগনার জেলাশাসকের অফিসে চলছে আস্থা ভোট। তৃণমূলের দাবি তাঁদের সঙ্গেই রয়েছে সিংহভাগ কাউন্সিলর।

  • |
Google Oneindia Bengali News

আস্থা ভোটে বুধবারই নির্ধারিত হয়ে গেল নৈহাটি পুরসভার ভাগ্য। উত্তর ২৪ পরগনার জেলাশাসকের অফিসে আস্থা ভোট বিজেপিকে হারিয়ে নিরুঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস। ২৪-০ ব্যবধানে বিজেপিকে হারিয়ে নৈহাটি পুরসভার ক্ষমতা ধরে রাখল তৃণমূল। বিজেপির সাতজন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন এই ভোটাভুটিতে।

২৪-০ ব্যবধানে বিজেপিকে হারাল তৃণমূল

২৪-০ ব্যবধানে বিজেপিকে হারাল তৃণমূল

তৃণমূল দাবি জানিয়ে আসছিল তাঁদের সঙ্গেই রয়েছে সিংহভাগ কাউন্সিলর। তাই আস্থা ভোটে তাঁদের জয় স্রেফ সময়ের অপেক্ষা। সেইমতোই ২৪-০ ব্যবধানে বিজেপিকে হারিয়ে ফের নৈহাটি পুরসভা দখল নিল তৃণমূল। এই জয়ের পর পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, বিজেপি এতদিন জোর রে উন্নয়ন স্তব্ধ করে রেখেছিল। আমরা সেই উন্নয়নমূলক কাজ ফের শুরু করব।

লোকসভা ভোটের পরই অচলাবস্থা নৈহাটি পুরসভায়

লোকসভা ভোটের পরই অচলাবস্থা নৈহাটি পুরসভায়

লোকসভা ভোটের পরই তৃণমূল কাউন্সিলরা বিজেপিতে যোগ দেন। ১৮ কাউন্সিলরের বিজেপিতে যাগদানের ফলে ক্ষমতা হারায় তৃণমূল কংগ্রেস। তারপর ফের বিজেপির মোহ ত্যাগ করে তাঁদের অধিকাংশ ফিরে আসেন তৃণমূলে। এরই মধ্যে আসে অনাস্থা প্রস্তাব। তার জেরেই আস্থা ভোটের তোড়জোড় শুরু হয় নৈহাটিতে।

বিজেপিতে যাওয়া কাউন্সিলররা ফের তৃণমূলে!

বিজেপিতে যাওয়া কাউন্সিলররা ফের তৃণমূলে!

এর আগে বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাঁচরাপাড়া ও গারুলিয়া পুরসভাতেও একই ঘটনা ঘটে। বিজেপিতে যাওয়া কাউন্সিলররা ফের তৃণমূলে ফিরে আসায় পুরসভা পুনর্দখল করে রাজ্যের শাসক দল। এবার নৈহাটি পুরসভাতেও আস্থা ভোটে শক্তি পরীক্ষা হবে তৃণমূল পুরপ্রধানের।

প্রশাসক বসানের পরই অনাস্থা প্রস্তাব আনে বিজেপি

প্রশাসক বসানের পরই অনাস্থা প্রস্তাব আনে বিজেপি

উল্লেখ্য তৃণমূল ছেড়ে কাউন্সিলররা বিজেপিতে চলে যাওয়ার পরই পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান, তিনি পুরসভা চালাতে পারছেন না। রাজ্য এরপর প্রশাসক বসিয়ে দেয় পুরসভায়। রাজ্যের সিদ্ধান্তের প্রতিবাদে অনাস্থা আনে বিজেপি। আস্থা ভোট ভেস্তে যায় গন্ডগোলের জেরে। হাইকোর্টেরও দ্বারস্থ হয় তাঁরা। সেই মামলা শেষে এবার ফের আস্থা ভোট।

বিশ্ব ক্ষুধার সূচকে পাকিস্তানের নিচে নেমে গেল ভারতবিশ্ব ক্ষুধার সূচকে পাকিস্তানের নিচে নেমে গেল ভারত

বিহারে মহামারির আকার নিচ্ছে ডেঙ্গিবিহারে মহামারির আকার নিচ্ছে ডেঙ্গি

English summary
Mamata Banerjee’s TMC wins against BJP in Naihati Municipality. TMC versus BJP are now wanting to win trust vote
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X