৫-এ পাঁচের লক্ষ্যে মমতা! মুকুলের গড়ে তৃণমূলের টার্গেট এবার অর্জুনেপর ভাটপাড়া

তৃণমূল কংগ্রেস এবার ছুটছে পাঁচে ৫-এর লক্ষ্যে। প্রাথমিক ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল। বিজেপির বাড়বাড়ন্ত রুখে তৃণমূল এবার মুকুল-অর্জুনদের জেলায় ফের সমস্ত পুরসভা পুনর্দখলের পথে এগচ্ছে। উত্তর ২৪ পরগনার নৈহাটি পুরসভা দুদিন আগেই পুনর্দখল করেছে তৃণমূল। এবার লক্ষ্যে অর্জুন-গড়ের ভাটপাড়া।

তৃণমূলের লক্ষ্যে অর্জুনের পুরসভা
লোকসভা ভোটের পর একের পর এক পুরসভা হাতছাড়া হয়েছিল উত্তর ২৪ পরগনা জেলায়। মুকুল-গড়ের কাঁচরাপাড়া-নৈহাটি থেকে শুরু করে অর্জুনের এলাকার ভাটপাড়া-গারুলিয়া এবং এই জেলায় বনগাঁ পুরসভা তৃণমূলের হাত থেকে বেরিয়ে গিয়েছিল। ইতিমধ্যে ভাটপাড়া বাদে চারটি পুনর্দখল করেছে তৃণমূল। এবার লক্ষ্যে অর্জুনের পুরসভা।

পাঁচে ৫-এর লক্ষ্যে মিশন ভাটপাড়া
মুকুল রায়ের জেলায় মোট পাঁচ পুরসভা হাতছাড়া হয়েছিল তৃণমূলের। লোকসভা ভোটে অর্জুন সিংয়ের দলবদল ও বিজেপির টিকিটে বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তাঁর জেতার পরই একের পর এক পুরসভা হাতছাড়া হতে শুরু করে। মুকুল রায় দিল্লিতে নিয়ে গিয়ে পুরসভার কাউন্সিলরদের যোগদান করান বিজেপিতে। পাঁচ পুরসভায় সংখ্যাগুরু হয়ে যায় বিজেপি। কিন্তু তিনমাস যেতে না যেতেই উলট পুরান।

নৈহাটির পর ভাটপাড়া লক্ষ্য, অনাস্থার ভাবনা
উত্তর ২৪ পরগনা জেলার পাঁচটি পুরসভার মধ্যে বনগাঁ, কাঁচরাপাড়া, গারুলিয়া ও নৈহাটি ইতিমধ্যেই পুনরায় হাতে এসেছে তৃণমূলের। চারটি পুরসভার ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয় বিজেপি। নৈহাটি পুরসভা বিজেপি শেষমেশ নাস্তানাবুদ হয় আস্থাভোটে। মুকুল রায়, অর্জুন সিংদের জেলায় মুখ পোড়ে বিজেপির। এবার ভাটপাড়া দখলের লক্ষ্যে অনাস্থা আনার পরিকল্পনা কালীপুজোর পরই।

ভাটপাড়া দখলে তৃণমূলী তাস
বিজেপির দখলে থাকা একমাত্র ভাটপাড়া পুরসভা পুনরুদ্ধারের লক্ষ্যে তৃণমূল হুঙ্কার ছেড়েছে, এবার মিশন ভাটপাড়া। ২০ জন কাউন্সিলর আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কালীপুজোর পরই আমরা অনাস্থা আনব। উল্লেখ্য, ২৭ জন কাউন্সিলর বিজেপির সঙ্গে রয়েছেন। তাঁদের মধ্যে ২০ জনকে টার্গেট করেছে তৃণমূল।

নিরুঙ্কুশ জয়ই লক্ষ্য হবে তৃণমূলের
অর্জুন সিংয়ের দলবদলের পর ভাটপাড়া পুরসভায় অনাস্থা এনেছিল তৃণমূল। সেই ভোটে অর্জুন সিং হেরে যান। পরবর্তী সময়ে লোকসভা ভোটে জেতার পর কাউন্সিলরদের দলবদলের ফলে বিজেপির দখলে চলে যায় ভাটপাড়া। সেই ভাটপাড়ায় এখন চেয়ারম্যান অর্জুনের ভাইপো সৌরভ সিং। এবার এই পুরসভায় অর্জুনের কর্তৃত্ব কেড়ে নিতে তৎপর তৃণমূল।