মমতার টেক্কা মোদীর প্রকল্পকে! স্বাস্থ্যসাথীর থেকে কেন পিছিয়ে আয়ুষ্মান, ব্যাখ্যা তৃণমূল কংগ্রেসের
মমতার সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প অনেকগুণ এগিয়ে মোদী সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের থেকে। রাজ্যের বিমা প্রকল্প কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতের থেকে বেশি জনবান্ধব ও জনপ্রিয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পটি অনেক আগেই শুরু হয়েছিল। তৃণমূলের দাবি, মমতার সরকারের আনা প্রকল্পকে নকল করেই মোদী সরকার আয়ুষ্মান ভারত এনেছে।

স্বাস্থ্য সাথী প্রকল্প এগিয়ে
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর ২০১৬ সালের ৩০ ডিসেম্বর স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে। আর আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হয় ২০১৮-তে। সর্বোপরি, স্বাস্থ্য সাথী প্রকল্পে স্বাস্থ্য দফতর উপভোক্তার সঙ্গে যোগাযোগ রাখে ও তাঁদের মতামত জানতে চায়। এবং এই প্রকল্পের বাস্তবায়ন খুব স্বছতার সঙ্গে করা হয়।

স্বাস্থ্যসাথীতে স্মার্ট কার্ড
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০০ শতাংশ দেয় রাজ্য সরকার। ইতিমধ্যে দেড় কোটি পরিবার স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে এসেছে। স্মার্ট কার্ডের সুবিধা আছে। পরিবারের মহিলা সদস্যার নামে স্মার্ট কার্ড হয়। বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির সবাই এই কার্ডেও আওতায় আসেন।

আয়ুষ্মান ভারত পিছিয়ে
আর আয়ুস্মান ভারতে মাত্র ৬০ শতাংশ দেয় কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতাধীন ১.১২ কোটি পরিবার। কোনও স্মার্ট কার্ডের সুবিধা পাওয়া যায় না। জন পিছু ৩০ টাকা দিয়ে নথি প্রিন্ট আউট করাতে হয়।