For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্য বিতর্কের পরই মমতা স্পষ্ট করলেন অবস্থান, দিদির নিশানায় মোদী-শাহরা

'আমার সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কোনও রাগ নেই', হুগলি থেকে মমতা অবস্থান স্পষ্ট করেই দিলেন বড়সড় হুঙ্কার

  • |
Google Oneindia Bengali News

ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ মেজাজে বিজেপিকে আক্রমণ শানাতে থাকেন চতুর্থ দফা ভোটের আগে। এদিনও তিনি স্বভাবসিদ্ধ মেজাজে অমিত শাহের দিকে টার্গেট করেন। প্রসঙ্গ তোলেন কেন্দ্রীয় বাহিনীর।

'আমার সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে রাগ নেই'

'আমার সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে রাগ নেই'

এদিন শ্রীরামপুরের সভা থেকে মমতা সেন্ট্রাল ফোর্স নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। বলেন আমার সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কোনও রাগ নেই। তিনি বলেন সেন্ট্রাল ফোর্স যেন বিজেপির কথায় ওঠা বসা না করে। আর সেখানেই রাগ মমতার। মমতা বলেন, 'সেন্ট্রাল ফোর্সকে আমি দোষ দিইনা , দোষ আমিত শাহের।' পাশাপাশি তিনি বলেন আগামী দিন সুযোগ পেলে তিনি এই নিয়ে আইনত লড়বেন।

তোপ অমিত শাহের দিকে

তোপ অমিত শাহের দিকে

মমতা শ্রীরামপুরের সভা থেকে সাফ বলেন, অমিত শাহের কথা না শুনে যেন সাংবিধানিক কথা শুনে সেন্ট্রাল ফোর্স চলে, তার বার্তা দেন মমতা। তিনি বলেন, এটা বাংলা , 'এটা গুজরাত বা উত্তরপ্রদেশ নয়'।

অন্যায় যে করবে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে

অন্যায় যে করবে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে

মমতা এদিন সাফ জানান, সেন্ট্রাল ফোর্স তাঁদের 'বন্ধুসম'। এরপরই তিনি বিজেপির বিরুদ্ধে পারদ চড়ান। তিনি বলেন, অন্যায় যে করবে ,তাকেই শাস্তি পেতে হবে। সেক্ষেত্রে মমতা বলেন, 'অন্যায় যে করবে তাঁর বিরুদ্ধে অ্যাকশন হবে, সে আমিই হই আর আপনিই হোন। '

 শ্রীরামপুরের প্রার্থী সম্পর্কে

শ্রীরামপুরের প্রার্থী সম্পর্কে

' প্রায় একমাস ধরে পায়ে চোট নিয়ে আমি সভা করছি'। এই বক্তব্যের সূত্র ধরেই তিনি শ্রীরামপুরের প্রার্থী সম্পর্কে মত প্রকাশ করেন। বলেন, 'সুদীপ্তদার সঙ্গে আমাদের কখনওই সমস্যা হয়নি, ঝগড়া হয়নি। তাই শ্রীরামপুরে প্রার্থী চেঞ্জ করিনি।'

বলাগড়ের প্রার্থীকে নিয়ে মমতার বার্তা

বলাগড়ের প্রার্থীকে নিয়ে মমতার বার্তা

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী সম্পর্কে বক্তব্য রাখেন ভাষণে। সেখানে তিনি বলেন, বলাগড়ে তিনি সাহিত্য অ্যাকাডেমির চেয়ারম্যান মনোরঞ্জন ব্যাপারীকে প্রার্থী করেছেন। এককালে মনোরঞ্জন বাবু রিকশা চালাতেন। রান্নার কাজ করতেন। এই প্রসঙ্গেই মমতা প্রশ্ন করেন, 'উনি নিজে রিকশা চালিয়ে নমিনেশন ফাইল করতে গিয়েছেন। এটা কি ফ্যাক্ট?' তার উত্তরে সকলে ইতিবাচক জবাব দেন। তারপরই মমতা বলেন, ' ভেরি গুড। আমি নিজেও রিকশা চালাতে পছন্দ করি। স্কুটি টালাতে পছন্দ করি। আমি সবকিছু করতে পছন্দ করি।'

পশ্চিমবঙ্গে প্রচারে যোগী মুখে প্রতিশ্রুতির বন্যা, স্মরণ করালেন মোদী সরকারের কাশ্মীর-প্রতিশ্রুতির কথাপশ্চিমবঙ্গে প্রচারে যোগী মুখে প্রতিশ্রুতির বন্যা, স্মরণ করালেন মোদী সরকারের কাশ্মীর-প্রতিশ্রুতির কথা

English summary
Mamata Banerjee's rally for TMC in Srirampur of West Bengal polls targets BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X