For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বৈঠক অবৈধ-অসাংবিধানিক! সরকারি ভবনকে কলুষিত করেছেন মুখ্যমন্ত্রী, বিস্ফোরক রাহুল সিনহা

মমতার বৈঠক অবৈধ, অসাংবিধানিক! সরকারি ভবনকে কলুষিত করেছেন মুখ্যমন্ত্রী বিস্ফোরক রাহুল সিনহা

  • |
Google Oneindia Bengali News

ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে বৈঠক হলেও, সেই বৈঠক কার্যত দেশের বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী এবং নেতাদের বৈঠকে পর্যবাসিত হয় এদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে সামিল হয়েছিলেন সরাসরি নবান্ন থেকে। যা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা।

মমতার বৈঠক রীতিনীতি, সংবিধান বিরুদ্ধ, বললেন রাহুল

মমতার বৈঠক রীতিনীতি, সংবিধান বিরুদ্ধ, বললেন রাহুল

নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এদিনের বৈঠক রীতিনীতি এবং সংবিধান বিরুদ্ধে। এমনটাই অভিযোগ বিজেপি নেতা রাহুল সিনহার। তাঁর মতে সরকারি ভবনে বসে দলীয় বৈঠক হতে পরে না।

ভার্চুয়াল মিটিং অবৈধ, অসাংবিধানিক

ভার্চুয়াল মিটিং অবৈধ, অসাংবিধানিক

রাহুল সিনহার দাবি, এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক অবৈধ, অসাংবিধানিক। তাঁর প্রশ্ন নবান্ন কি তৃণমূলের কার্যালয়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যদি দলবাজি করার ইচ্ছা হয়, তাহলে কালীঘাটে গিয়ে করুন, কিংবা বাইপাসের অফিসে গিয়ে করুন। কিন্তু নবান্নে বসে অন্য রাজনৈতিক দলের সঙ্গে মিটিং কখনই হতে পারে না, মন্তব্য করেছেন রাহুল সিনহা।

সরকারি ভবনকে কলুষিত করার অভিযোগ

সরকারি ভবনকে কলুষিত করার অভিযোগ

বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি ভবনকে কলুষিত করার অভিযোগও এনেছেন।

 বৈঠকের মধ্যমনি মমতা

বৈঠকের মধ্যমনি মমতা

ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে বৈঠক হলেও, সেই বৈঠকের মধ্যমনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে মমতা ফের একবার ফের একবার ঐক্যবদ্ধ ভারতের বার্তা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, ক্যাপ্টেন অমরিন্দর সিং, অশোক গেহলটরা অংশ নিয়েছিলেন এই বৈঠকে। ২০১৯-এর পর কংগ্রেস সভানেত্রী ফের একবার বিরোধীদের ঐক্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিজেপি-বিরোধী মুখ্যমন্ত্রীদের বার্তা দিলেন। তাঁদের কথা শুনলেন মনোযোগ সহকারে।

গড়বেতায় লাঠি হাতে প্রভাবশালী তৃণমূল নেতা! রাস্তায় ফেলে মার একাধিক মহিলাকেগড়বেতায় লাঠি হাতে প্রভাবশালী তৃণমূল নেতা! রাস্তায় ফেলে মার একাধিক মহিলাকে

English summary
Mamata Banerjee's meeting at Nabanna with BJP opposition CMs is illegal, unconstitutional, says Rahul Sinha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X