মুখ্যমন্ত্রীকে এড়িয়ে কোনও সিদ্ধান্ত নয়, নবান্নের তরফে কড়া বিজ্ঞপ্তি জারিতে ব্যবস্থা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে কোনওরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন নিতে হবে। সম্প্রতি রাজ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার নবান্নে বৈঠকের পর অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বার্তা দেন।

বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনা ঘটলে এবার সংশ্লিষ্ট দফতরকেই দায় নিতে হবে। ব্যক্তিগতভাবে অফিসারদের উপর বর্তাবে দায়। উল্লেখ্য, এদিনই পর্যটনসচিব অত্রি ভট্টাচার্য ও পর্যটন উন্নয়ন নিগমের এমডি তন্ময় চক্রবর্তীকে বদলি করে দেওয়া হয়েছে। অত্রি ভট্টাচার্যকে পাঠানো হয়েছে ক্রেতা সুরক্ষা দফতরে, তন্ময়বাবুকে পাঠানো হয়েছে ডিরেক্টর ইএসআই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যসচিব রাজীব সিংহকে একটি নোট পাঠিয়ে জানান, তাঁর অগোচরে কিছু দফতর নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে। এরপরই মুখ্যসচিবকে অর্থ দফতর মেমোরান্ডাম জারি করে নির্দেশ পাঠায়। জানিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে উপেক্ষা করে কোনও সিদ্ধানত গ্রহণ করা যাবে না।
এদিন মুখ্যমন্ত্রীর নোটে অবশ্য উল্লেখ ছিল না কোন দফতর এমন ধরনের কাজ করেছে। তবে উদাহরণ হিসেবে বলা হয়, সম্প্রতি এক আধিকারিক কোনওরকম বৈঠক ছাড়াই জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে চলার কথা বলে সার্কুলার জারি করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নবান্ন বিজ্ঞপ্তি জারি করে।